LPG: আর চটজলদি নয়, আগেভাগে বুকিং করেও দেরীতে মিলছে রান্নার সিলিন্ডার! মাথা ঠুকছেন গৃহস্থরা

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ রান্নার গ্যাস (LPG) সিলিন্ডার ফাঁকা হয়ে যাওয়া এখন গৃহস্থালিদের সবচেয়ে বড় চিন্তা। কেননা রান্নার গ্যাস না থাকলে বাড়িতে রান্নাটুকু হবে না। কারণ এখন অধিকাংশ বাড়িতেই রান্না হয় এলপিজিতে। কিন্তু এবার এই রান্নার গ্যাস নিয়ে নতুন সমস্যা তৈরি হয়েছে। যে সমস্যার কারণে আর চটজলদি নয়, আগেভাগে বুকিং করেও সময়ে মিলছে না সিলিন্ডার। স্বাভাবিকভাবেই মাথা ঠুকতে হচ্ছে গৃহস্থালিদের।

Advertisements

রাষ্ট্রায়ত্ত যে সকল পেট্রোলিয়াম সংস্থা রয়েছে তাদের তরফ থেকে এমনিতেই নির্দেশ দেওয়া আছে, সিলিন্ডার ডেলিভারি দিতে দেরি হলে ডিলারদের জরিমানার মুখোমুখি হতে হবে। কোথাও যেন রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিতে দেরি না হয় তার জন্য এমন নিয়ম জারি করা হয়েছে। কিন্তু এমন নিয়ম জারি করা হলেও এখন ডিলারদের কাছেই উপায় নেই আর সেই কারণেই দেরি হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি দিতে।

Advertisements

সম্প্রতি গত কয়েক দিন ধরে লক্ষ্য করা গিয়েছে, কোন কোন জায়গায় রান্নার গ্যাস সিলিন্ডার বুকিং করার পর তা ডেলিভারি দিতে ৭ থেকে ১০ দিন সময় লেগে যাচ্ছে। যেখানে আগে ২৪ ঘন্টা থেকে ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি পাওয়া যেত সেই জায়গায় ৭ থেকে ১০ দিন সময় লাগা গৃহস্থালিদের সমস্ত হিসেব-নিকেশ বদলে দিয়েছে। তবে প্রশ্ন হলো এমন পরিস্থিতির কারণ কি?

Advertisements

আরও পড়ুন : LPG Cylinder: রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত, বিপত্তি বাড়বে এই শ্রেণীর নাগরিকদের

কোন একটি নির্দিষ্ট সংস্থার ক্ষেত্রে এমন সমস্যা তৈরি হয়েছে তা নয়। রান্নার গ্যাস সরবরাহকারী দেশের তিনটি সংস্থার ক্ষেত্রেই কমবেশি এমন সমস্যা রয়েছে। তবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের গ্রাহক সংখ্যা যেহেতু সবচেয়ে বেশি তাই তাদের রান্নার গ্যাস ডেলিভারি দিতে একটু দেরি হলেই সবচেয়ে বেশি গ্রাহকদের মধ্যে সমস্যা হয়। আসলে এমন সংকট তৈরি হওয়ার পিছনে যা শোনা যাচ্ছে তা হল চুক্তিভিত্তিক কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া।

চুক্তিভিত্তিক কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে কোথাও কোথাও প্রয়োজনের তুলনায় কম রান্নার গ্যাস সিলিন্ডার লোডিং হচ্ছে, আবার কোথাও কোথাও থমকে গিয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার লোডিং। আর এইসবের কারণেই ডিলারদের কাছে সঠিক সময়ে সিলিন্ডার পৌঁছাচ্ছে না। ডিলারদের কাছে সঠিক সময়ে সিলিন্ডার না পৌঁছানোর কারণেই এখন গত কয়েকদিন ধরে রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি হতে দেখা যাচ্ছে ৭ থেকে ১০ দিন দেরি। তবে এমন ঘটনায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গৃহস্থালিরা। কেননা অনেকেই রয়েছেন যাদের একটি সিলিন্ডার রয়েছে, আবার অনেকেই রয়েছেন যারা একেবারে প্রয়োজনের সময় হিসেব কষে সিলিন্ডার বুকিং করে থাকেন।

Advertisements