LPG Cylinder with QR Code: এবার গ্যাস সিলিন্ডারে কিউআর কোড, গ্রাহকরা পাবেন এইসব সুবিধা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস (LPG) প্রতিটি গৃহস্থালিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদানে পরিণত হয়েছে। কেননা কাঠ-কয়লার উনুনের জায়গায় এখন বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস কানেকশন। আর তাতেই রান্না করতে অভ্যস্ত হয়ে পড়েছেন সকলে। অন্যদিকে গ্রাহকদের এমন প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলির তরফ থেকে নানান পরিবর্তন আনা হয় বিভিন্ন সময়।

ঠিক সেই রকমই এবার রান্নার গ্যাস সিলিন্ডারে একটি পরিবর্তন আসতে চলেছে এবং সেই পরিবর্তন অনুযায়ী, গ্যাস সিলিন্ডারের গায়ে থাকবে কিউআর কোড (LPG Cylinder with QR Code)। রান্নার গ্যাস সরবরাহকারী সব সংস্থা এখনো পর্যন্ত এমন উদ্যোগ না নিলেও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (BPCL) নিতে শুরু করেছে। সিলিন্ডারের গায়ে কিউআর কোড থাকার কারণে গ্রাহকদের বেশ কিছু সুবিধা বাড়বে।

বিপিসিএল এমন উদ্যোগ নিয়েছে মূলত ‘পিওর ফর সিওর’ বিষয়টিকে মাথায় রেখে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তাদের তরফ থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি রান্নার গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি সিলিন্ডারের গুণগত মান এবং গ্যাসের পরিমাণ যাচাই করে গ্রাহকদের সবচেয়ে ভালো পরিষেবা দেওয়ার উদ্যোগেই এমন ব্যবস্থা। এই ব্যবস্থার ফলে আখেরে গ্রাহকরা লাভ হবেন।

আরও পড়ুন ? Pipeline LPG WB: সিলিন্ডার অতীত, এবার বাংলায় চালু হয়ে গেল পাইপে মাধ্যমে গ্যাস সরবরাহ, আপনি কবে পাবেন

কোথায় থাকবে কিউআর কোড আর কি কি লাভ হবে? সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের বাড়ি বাড়ি যেসকল গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে সেই সকল গ্যাস সিলিন্ডারে একটি টেম্পার প্রুফ সিল থাকবে। যার উপরেই কিউআর কোড লাগানো থাকবে। গ্রাহকদের ওই কিউআর কোড স্ক্যান করতে হবে এবং কিউআর কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গেই একাধিক তথ্য পেয়ে যাবেন যা এতদিন পর্যন্ত পাওয়া যেত না এত সহজে।

কিউআর কোড স্ক্যান করার সঙ্গে সঙ্গে সিগনেচার টিউন সহ একটি এক্সক্লুসিভ পিওর ফর শিওর পপ-আপ দেখতে পাবেন। যেখানে সিলিন্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য লেখা থাকবে। সবচেয়ে বড় বিষয় হলো ওই গ্যাস সিলিন্ডারের সিলে যদি কোন কারচুপি করা থাকে তাহলে ওই কিউআর কোড স্ক্যানই করা যাবে না। ফলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে ওই সিলিন্ডার ডেলিভারি বয়কে ফিরিয়ে দিতে পারবেন। সংস্থার তরফ থেকে নতুন এই যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাতে গ্রাহকরা ঠকবেন না এমনটাই দাবি করা হচ্ছে।