নিজস্ব প্রতিবেদন : LPG অর্থাৎ রান্নার গ্যাস সংক্রান্ত যেকোন ধরনের কালোবাজারী রুখতে কেন্দ্র সরকারের তরফ থেকে একের পর এক নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এই সকল পদক্ষেপের মধ্যে এবার সংযুক্ত হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারির সময় OTP বাধ্যতামূলক।
এই পদ্ধতি OTP ব্যবস্থা চালু হওয়ার পরেই গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে LPG কানেকশনের ক্ষেত্রে ঠিকানা অথবা নামের ক্ষেত্রে অথবা মোবাইল নম্বরের ক্ষেত্রে কোনো রকম ভুলভ্রান্তি থাকলে তা দ্রুত সংশোধন করিয়ে নেওয়ার জন্য। আর তা না হলে গ্রাহকদের রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হতে পারে, এমনকি দীর্ঘদিন ধরে এই ভুল সংশোধন না করা হলে রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি দেওয়া বন্ধ হয়ে যেতেও পারে।
আপাতত এই OTP ব্যবস্থা দেশের ১০০টি স্মার্টসিটিতে চালু করা হয়েছে। তবে এই ব্যবস্থা খুব তারাতারি অন্যান্য জায়গাতেও চালু করা হবে বলে জানানো হয়েছে IOC এর তরফ থেকে। সুতরাং বিশেষজ্ঞদের পরামর্শ সঠিক সময়ে সঠিকভাবে রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ পেতে কোনরকম ঝুঁকি না নিয়ে সমস্ত কিছু ঠিকঠাক আপডেট করে নেওয়াই ভালো।