LPG Stove GST Dropped: LPG নিয়ে খুশির খবর, দাম কমলো রান্নার গ্যাসের এই জিনিসটির, হাসি ফুটবে গৃহস্থালিদের মুখে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : একটা সময় ছিল যখন রান্না করা মানেই ছিল কাঠ-কয়লা, উনুন ইত্যাদি। হাতেগোনা কিছু কিছু পরিবার খুঁজে পাওয়া যেত যারা কেরোসিন তেলের মাধ্যমে চলা স্টোভে রান্না করতেন। আর খুবই কম সংখ্যক পরিবার দেখতে পাওয়া যেত যাদের বাড়িতে ছিল রান্নার গ্যাস কানেকশন (LPG)।

তবে এখন যুগ বদলেছে এবং বাড়ি বাড়ি কাঠ কয়লা অথবা কেরোসিনের স্টোভের জায়গা নিয়েছে রান্নার গ্যাস কানেকশন। অধিকাংশ বাড়িতেই এখন রান্নার গ্যাস কানেকশন পৌঁছে দেওয়ার জন্য আবার কেন্দ্র সরকারের তরফ থেকেও একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় দুস্থ দরিদ্রদের বাড়িতেও রান্নার গ্যাস কানেকশন পৌঁছে দেওয়া হচ্ছে বিনামূল্যে।

অন্যদিকে বাড়ি বাড়ি রান্নার গ্যাস কানেকশন পৌঁছে গেলেও বরাবর সাধারণ মানুষদের একটি অভিযোগ রয়েছে আর সেই অভিযোগ হল রান্নার গ্যাস সিলিন্ডার সহ এলপিজি সংক্রান্ত বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি পাওয়া। তবে কেন্দ্র সরকার এই অভিযোগে লাগাম টানতে গত কয়েক মাস ধরেই রান্নার গ্যাস সিলিন্ডারের উপর ভর্তুকির পরিমাণ অনেকটাই বাড়িয়েছে এবং দাম এখন হাতের নাগালে এসেছে। আর এসবের মধ্যেই রান্নার গ্যাসের আরো একটি সামগ্রীর দাম কমতে চলেছে জুলাই থেকে।

আরও পড়ুন 👉 Home Appliances Price Dropped: কপাল খুলল মধ্যবিত্তদের! কেন্দ্রের এক পদক্ষেপে এবার সস্তা মোবাইল থেকে টিভি-ফ্রিজ

রান্নার গ্যাস কানেকশন অথবা সিলিন্ডার থাকলেই রান্না হবে এমন নয়। এর জন্য দরকার অবশ্যই একটি স্টোভ। কেন্দ্র সরকারের অর্থ মন্ত্রকের তরফ থেকে এবার এলপিজি স্টোভের উপর জিএসটি কমানোর (LPG Stove GST Dropped) সিদ্ধান্ত নেওয়া হল। রান্নার গ্যাসের স্টোভের ওপর জিএসটি কমানোর ফলে দাম এখন অনেকটাই কমে যাবে বলে আশা করা হচ্ছে। যদিও এই স্টোভ প্রতি মাসে মাসে অথবা বছরে কিনতে হয় না, তবে কানেকশন নেওয়া থেকে শুরু করে খারাপ হলেই তা কিনতে হয়।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে এলপিজির উপর ৩ শতাংশ জিএসটি কমানো হয়েছে। আগে যেখানে ২১ শতাংশ জিএসটি দিতে হতো, সেই জায়গায় এখন দিতে হবে ১৮ শতাংশ জিএসটি। যদি কোন এলপিজির স্টোভের বেস প্রাইজ ১ হাজার টাকা হয় তাহলে এখন জিএসটির পিছনে অন্ততপক্ষে ৩০ টাকা বাঁচবে ক্রেতাদের। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই এলপিজি স্টোভ কেনার ক্ষেত্রে খরচ অনেকটাই কমবে আমজনতার। কেননা একবার হোক অথবা দুবার, এলপিজি স্টোভ কেনার ক্ষেত্রে এখন খরচ কম করতে হবে।