LPG Subsidy Extension: আর কত দিন সস্তায় মিলবে রান্নার গ্যাস সিলিন্ডার! জানিয়ে দিল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন : রান্নার গ্যাস কানেকশন ও সিলিন্ডার এখন প্রত্যেক গৃহস্থলীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিসে পরিণত হয়েছে। কেননা এখন আর কাঠ কয়লার ব্যবহার হয় না বললেই চলে, পরিবর্তে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস (LPG)। তবে অনেক সময়ই নিয়ে রান্নার গ্যাস কিনতে গিয়ে সমস্যায় পড়তে হতে দেখা গিয়েছে গ্রাহকদের।

রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে গিয়ে বারবার গ্রাহকদের সমস্যার মুখোমুখি হওয়ার মূল কারণ হলো দাম। গত বছর অক্টোবর মাসের আগে পর্যন্ত যেভাবে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেয়েছিল তাতে বহু নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে রান্নার গ্যাস দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল। যদিও শেষমেশ কেন্দ্র সরকারের তরফ থেকে দাম কমানো এবং ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় এবং কিছুটা হলেও স্বস্তি আসে। আর এবার রান্নার গ্যাসের উপর এই ভর্তুকি (LPG Subsidy) নিয়েই এবার বড় সিদ্ধান্ত নিতে দেখা গেল কেন্দ্রকে।

কেন্দ্র সরকারের তরফ থেকে লোকসভা ভোটের আগে এমনিতেই নতুন করে রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমানোর ঘোষণা করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় যে সকল গ্রাহকদের রান্নার গ্যাস কানেকশন রয়েছে তাদের সিলিন্ডার প্রতি ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়েছে। গত বছর অক্টোবর মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাস কানেকশনের উপর সিলিন্ডার প্রতি ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই ভর্তুকীর মেয়াদ ছিল ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন 👉 Innovative way to Save Gas: LPG বাঁচানোর সহজ উপায়! গৃহবধূর নয়া টিপস মুহূর্তে ভাইরাল

তবে এই মেয়াদ শেষ হওয়ার আগেই ৩০০ টাকা করে যে ভর্তুকি দেওয়া হয় সেই ভর্তুকির মেয়াদ বৃদ্ধি (LPG Subsidy Extension) করেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের উপর ৩০০ টাকা করে ভর্তুকি পাওয়া যাবে পুরো নতুন অর্থবর্ষ অর্থাৎ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত। হিসেব অনুযায়ী আরও এক বছর এই ভর্তুকির সুযোগ পাবেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা।

বর্তমানে সাধারণ শ্রেণীর গ্রাহকরা যে সকল এলাকায় ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন ৮৫২ টাকায় সেই সকল এলাকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা ৫৫২ টাকায় একই ওজনের সিলিন্ডার পেয়ে থাকেন। এই সুযোগ আরও এক বছর পাওয়া যাবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির তরফে।