June New Rules: ৫ দিন পরেই বদলে যাবে ড্রাইভিং লাইসেন্স সহ ৪ নিয়ম, সময় থাকতে জেনে নেওয়াটাই ভালো

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসের শুরুতেই দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে নিয়মে বদল আনা হয়। অন্যান্য মাসের মত জুন মাসেও বিভিন্ন ক্ষেত্রে বদল (June New Rules) আসবে বলেই জানা যাচ্ছে। যে সকল ক্ষেত্রগুলিতে এবার বদল আসতে চলেছে সেগুলি আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কারণে গুরুত্বপূর্ণ সেই সকল ক্ষেত্রে কি কি বদল আসছে তা হাতে সময় থাকতেই জেনে রাখা ভালো। কেননা তাহলে আগাম ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

১) প্রতিমাসের শুরুতেই যে বদল আসতে দেখা যায় সেই বদলটি হল রান্নার গ্যাস সিলিন্ডারের দামে। খুব কম মাস রয়েছে যে মাসে রান্নার গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে তেমন কোনো বদল আসে না। সামনের জুন মাসেও রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বদল আসবে এমনটাই আশা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু এখন ভোট চলছে তাই ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামের কোন পরিবর্তন আসবে না, নামে পরিবর্তন এলে তা আসতে পারে ১৯ কেজি অথবা অন্য ধরনের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে।

২) জুন মাসে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যাতে কোন অসুবিধাই না পড়তে হয় তার জন্য আগাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ব্যাঙ্ক বন্ধ থাকার তালিকা ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য মাসের মতো জুন মাসে ব্যাঙ্ককর্মীদের খুব বেশি ছুটি নেই। সাধারণ ছুটি বাদ দিলে কেবলমাত্র তিনটি ছুটি রয়েছে। তবে আবার সেই তিনটি ছুটি সব রাজ্যের কর্মীরা পাবেন না। কেননা আঞ্চলিক উৎসবের ভিত্তিতে এই সকল ছুটি রয়েছে আর জাতীয় ছুটি হিসেবে রয়েছে কেবল একদিন তা হলো ইদুজ্জোহা।

আরও পড়ুন 👉 Bank Holidays June 2024: ব্যাঙ্ক কর্মীদের মাথায় হাত, জুন মাসে মেরেকেটে ছুটি বড়জোড় ২ দিন

৩) জুন মাস থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া অনেক সহজ হয়ে যাবে। ড্রাইভিং লাইসেন্স পেতে আর গাড়িচালকদের আরটিও অফিসে যেতে হবে না। এবার গাড়ি চালকরা যেখান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন অর্থাৎ প্রশিক্ষণ কেন্দ্রগুলি থেকেই পেয়ে যাবেন তাদের ড্রাইভিং লাইসেন্স। এক্ষেত্রে গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে এবং ফি জমা দিতে হবে। লার্নিং লাইসেন্সের জন্য ১৫০ টাকা এবং পরীক্ষা ফি ৫০ টাকা। কোন গাড়ি চালক পরীক্ষায় পাশ করতে না পারলে পুনরায় তাকে পাশ করার জন্য পরীক্ষা দিতে হবে এবং সেক্ষেত্রে ৩০০ টাকা ফি দিতে হবে।

৪) আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য বিনামূল্যে যে পরিষেবা দেওয়া হচ্ছে তার মেয়াদ শেষ হবে জুন মাসের ১৪ তারিখ। যদিও এর আগেও ইউআইডিআই একাধিক বার এই মেয়াদের সময়সীমা বাড়িয়েছে। তবে এবার কি করবে তা আগাম বলা মুশকিল। আর যদি সময়সীমা পুনরায় বৃদ্ধি না করা হয় তাহলে পরবর্তীতে আপডেট করানোর জন্য আলাদা করে খরচ করতে হবে।