বাংলায় আসছে দুবাইয়ের লুলু গ্রুপ! এই সব জায়গায় গড়বে বড় বড় শপিংমল

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে বিনিয়োগ টানার জন্য গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন (Spain) এবং দুবাই (Dubai) সফরে গিয়েছিলেন। দুই দেশে বিভিন্ন বাণিজ্যিক বৈঠকে অংশগ্রহণ করেন এবং সেখান থেকেই তিনি জানিয়ে দিয়েছিলেন তাদের এই সফর সফল। বিভিন্ন সংস্থা এবার বাংলায় বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং তারা খুব তাড়াতাড়ি বিনিয়োগ করবে। বিনিয়োগ করা এই সকল সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো দুবাইয়ের লুলু গ্রুপ (LULU Group)।

বিদেশ সফরে থাকাকালীনই মুখ্যমন্ত্রী লুলু গ্রুপ সম্পর্কে রাজ্যের বাসিন্দাদের সুখবর দিয়েছিলেন। এবার মঙ্গলবার ফের সেই সুখবরের নতুন আপডেট পাওয়া গেল। নতুন আপডেট অনুযায়ী দুবাইয়ের এই সংস্থাটি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শপিংমল তৈরি করবে। রাজ্যে কত বিনিয়োগ করা হবে তা নিশ্চিত করার জন্য খুব তাড়াতাড়ি লুলু গ্রুপের আধিকারিকরা রাজ্যে আসতে পারেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত।

দুবাইয়ের যে লুলু গ্রুপের কথা বলা হচ্ছে সেটি একটি দুবাইয়ের জনপ্রিয় বহুজাতিক বাণিজ্যিক সংস্থা। এই সংস্থা ইতিমধ্যেই বিশ্বের বহু দেশে বিনিয়োগ করেছে। এমনকি ভারতেরও বিভিন্ন জায়গায় তাদের বিনিয়োগ রয়েছে। তবে পশ্চিমবঙ্গে তাদের এখনো পর্যন্ত কোনো বিনিয়োগ নেই। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুবাই সফর এবং সেই সফরে এই সংস্থার পদাধিকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পর রাজ্যে বিনিয়োগের সম্ভাবনা বাড়ছে।

ভারতের মাটিতে লুলু গ্রুপের একটি মল রয়েছে কোচিতে, একটি মল রয়েছে লখনৌতে, হায়দ্রাবাদেও কিছুদিন আগে একটি মলের উদ্বোধন হয়েছে। এছাড়াও কেরলে এই সংস্থার বিনিয়োগ রয়েছে। এমনকি দিন কয়েক আগেই এই সংস্থার এক আধিকারিক দাবি করেছিলেন ভারতে দু’তিন বছরে তাদের তরফ থেকে ১০,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য হলো লুলু গ্রুপের প্রতিষ্ঠাতা জন্মসূত্রে ভারতীয়। বর্তমানে এই গ্রুপের চেয়ারম্যান হলেন ইউসুফ আলি মুসালিয়াম ভেট্টিল আবদুল কাদের। তিনিও আবার জন্মগ্রহণ করেছেন কেরলে।

পশ্চিমবঙ্গে এই সংস্থার বিনিয়োগ সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে, গুরুত্বপূর্ণ বেশ কিছু শহরে তাদের তরফ থেকে প্রথম শপিং মল করা হতে পারে। এক্ষেত্রে তালিকায় প্রথমেই যে সকল শহরের নাম উঠে আসছে সেগুলি হল কলকাতা, দুর্গাপুর এবং আসানসোল। এই সকল শপিংমলে রাজ্যে উৎপাদিত সবজি এবং পোল্ট্রি বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফৎ।