কোথায় খাবেন অমিত শাহ, পাতে কি থাকছে, সামনে এলো মেনু

Amarnath Dutta

Updated on:

Advertisements

অমরনাথ দত্ত : আর মাত্র দুদিন, তারপরই বাংলা সফরে এসে মেদিনীপুরের পর বীরভূমে পা রাখতে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বোলপুরে এসে একটি রোড শো এবং সাংগঠনিক সভা করবেন। পাশাপাশি সৌজন্য আলাপ হবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর সাথে, বিশ্বভারতী কর্তৃপক্ষের সাথে। এমনটাই জানানো হয়েছে রাজ্য ও জেলা বিজেপি নেতৃত্বের তরফ থেকে।

Advertisements

Advertisements

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরসূচি এবং কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আগেই জানা গেলেও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বীরভূমে এসে অমিত শাহের ভোজনের পাতে কি পড়বে? পাশাপাশি তিনি কোথায় খাবেন? আর এই সকল কৌতুহলের উত্তর পাওয়া গেল বৃহস্পতিবার। বীরভূম জেলা বিজেপি সভাপতির শ্যামাপদ মন্ডল অমিত শাহের খাবারের তালিকা সামনে আনলেন এবং তিনি কোথায় খাবেন তারও একটা আভাস দিলেন।

Advertisements

শ্যামাপদ মন্ডল এদিন জানান, “কেবলমাত্র মধ্যাহ্নভোজনের ব্যবস্থা থাকছে। নৈশ ভোজনের কোন ব্যবস্থা থাকছে না। কোথায় খাবেন তার জন্য ইতিমধ্যেই আমরা দশটি বাড়ি দেখেছি। আর সেই বাড়িগুলির মধ্যে যে বাড়িটিকে উনার আপ্ত সহায়ক দিল্লী থেকে এসে সঠিক মনে করবেন সেই বাড়িতেই খাওয়া-দাওয়া হবে। এই দশটি বাড়ির মধ্যে রয়েছে বাউল শিল্পীদের আখড়া, আদিবাসী, সাধারণ এবং অন্যান্য সম্প্রদায়ের।”

আর খাবারের মেনুতে! শ্যামাপদ মন্ডল জানান, “আহামরি কোনো খাবার থাকছে না। একেবারে সাধারণ খাওয়া-দাওয়া রয়েছে মেনুতে। মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি, ভাজা ইত্যাদি।”

Advertisements