Digha Luxury Cruise Service: ৭০০-৮০০ টাকাতেই কাফি, দিঘায় গিয়ে লাক্সারি ক্রুজে ঘোরার সুযোগ, আনন্দ হবে দ্বিগুণ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Cruise service is going to start in Digha sea: পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল দিঘা। এবার সেই দিঘাতেই গোয়ার মতো ক্রুজ পরিষেবা চালু করতে চলেছে (Digha Luxury Cruise Service) দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ। পুজোর আগেই এই পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। পুজোর আগে পর্যটকদের কাছে একটি নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন উন্নয়ন পর্ষদের আধিকারিকেরা। এই পরিষেবা চালু হলে দিঘার পর্যটন শিল্পকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

Advertisements

দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গেছে, এই ক্রুজ পরিষেবা (Digha Luxury Cruise Service) চালানোর জন্য ইতিমধ্যেই টেন্ডারের প্রক্রিয়া শুরু হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই এই পরিষেবা চালু করা হবে। এবার থেকে পর্যটকরা সমুদ্র থেকেই উপভোগ করতে পারবে সামুদ্রিক সৌন্দর্য। যাত্রাপথে সমুদ্রতীরবর্তী মৎস্যজীবীদের গ্রাম এবং তাঁদের কর্মকাণ্ড দেখার সুযোগ রয়েছে।

Advertisements

এই ক্রুজটি দিঘার শংকরপুরের ন্যায়কালী মন্দির সংলগ্ন সমুদ্র থেকে ছাড়বে। ক্রুজটি দিঘা, শংকরপুর, মন্দারমণিসহ আশেপাশের এলাকা ঘুরে বেড়াবে। ক্রুজে (Digha Luxury Cruise Service) থাকবে রেস্তোরাঁ, নাচের মঞ্চ, এবং নানান ধরনের সুযোগ-সুবিধা। সেখানে বাউল-সহ বিভিন্ন লোকসংগীত এবং আধুনিক গান পরিবেশিত হবে। পর্যটকরা সমুদ্রের শোভা দেখতে দেখতে আনন্দ উপভোগ করতে পারবেন। যাত্রা শেষ হলে প্রমোদতরীটি আবার ফিরে আসবে, ন্যায়কালী মন্দির সংলগ্ন এলাকাতেই।

Advertisements

প্রয়োজনে এই ক্রুজটি (Digha Luxury Cruise Service) ছোটখাটো অনুষ্ঠান কিংবা পার্টির জন্য ভাড়া দেওয়া হবে। ভাড়া এখনো ঠিক করা না হলেও অনুমান করা যাচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যেই থাকবে এর ভাড়া। পুজোর আগে পর্যটকদের জন্য এ যেন এক পরম প্রাপ্তি। আপাতত দীঘা থেকে অফলাইন বুকিং চালু হলেও পরে অবশ্য অনলাইন বুকিং করা যাবে।

দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মানস কুমার মণ্ডল বলেন, এই ক্রুজ পরিষেবা চালু হলে দিঘার পর্যটন শিল্পকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। পুজোর আগে এই পরিষেবা চালু করা গেলে পর্যটকদের কাছে একটি নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। এই ক্রুজ পরিষেবা চালু হলে দিঘায় পর্যটকদের আগমন বাড়বে বলে মনে করা হচ্ছে। পর্যটকরা সমুদ্রের মনোরম দৃশ্য উপভোগ করার পাশাপাশি এই ক্রুজে করে দিঘার আশেপাশের এলাকা ঘুরে দেখতে পারবেন।

Advertisements