নিজস্ব প্রতিবেদন : আধার কার্ড বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসাবে পরিগণিত। শুধু নথি নয়, এই আধার কার্ড জায়গা নিয়েছে গুরুত্বপূর্ণ পরিচয়পত্রের। এছাড়াও ভর্তুকি বা সামাজিক সুবিধা পেতে হলে তো আবার আধার কার্ড আবশ্যক। আধার সংযুক্তিকরণ না থাকলে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি, রেশনে ভর্তুকির পাওয়া যাবে না জানিয়েও দিয়ে কেন্দ্র। এছাড়াও আরও বেশ কয়েকটি সামাজিক সুবিধা রয়েছে যেখানে আধার কার্ড বাধ্যতামূলক।
আধার কার্ডের বেশ কতকগুলি কাজ দ্রুত সম্পন্ন করতে UIDAI নিয়ে এসেছে মোবাইল অ্যাপ। আর এখন এই অ্যাপেই করা যাবে যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ।
UIDAI গ্রাহকদের সুবিধার জন্য আগেই mAadhaar নামে এই মোবাইল অ্যাপটি নিয়ে এসেছিল। কিন্তু সেসময় এই অ্যাপ একেবারেই জনপ্রিয়তা পায়নি। কারন তাতে গুরুত্বপূর্ণ কাজ হতো না, যার জন্যই জনপ্রিয়তা অর্জন করতে পারেনি বলে মত বিশেষজ্ঞদের। সেকারনেই সম্প্রতি UIDAI এই অ্যাপের পুরাতন ভার্সনটি সরিয়ে দিয়ে সেই জায়গায় নিয়ে এসেছে নতুন ভার্সন। আর এই নতুন ভার্সনে পাওয়া যাবে আধারের নানান পরিষেবা। দেখে নেওয়া যাক নতুন ভার্সনের এই অ্যাপের ১০টি গুরুত্বপূর্ণ সুবিধা।
১) নতুন এই mAadhaar অ্যাপটি বহুভাষিক। মেনু, বোতাম লেবেল ও ফর্ম ইত্যাদি ১৩ টি ভাষাতে উপলব্ধ। ১২ টি ভারতীয় ভাষা ও ১ টি ইংরেজি। ১২টি ভারতীয় ভাষা হলো হিন্দি, উর্দু, তেলুগু, তামিল, মালায়ালাম, কান্নাডা, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, ওড়িয়া, অসমিয়া এবং বাংলা।
২) এই অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত আধার পরিষেবাগুলি পেতে হলে আপনার নিজের আধার প্রোফাইল mAadhaar অ্যাপটিতে সংযুক্ত করতে হবে। তবে, আধার না থাকা কোনও বাসিন্দা তাদের স্মার্টফোনে অ্যাপটি ইনস্টল করতে পারবেন।
৩) এই অ্যাপ ব্যবহারকারীরা mAadhaar -এর মাধ্যমে বেশ কয়েকটি পরিষেবা গ্রহণ করতে পারেন। mAadhaar অ্যাপে প্রধান পরিষেবা হলো ‘ড্যাশবোর্ড’, ‘Request Status Services’, ও ‘My Aadhaar’-এর মতো পরিষেবাগুলি উপলভ্য করতে পারবেন।
৪) mAadhaar অ্যাপে গ্রাহকরা আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, রিপ্রিন্ট করতে পারবেন, ঠিকানা আপডেট করতে পারবেন, অফলাইনে ই কেওয়াইসি ডাউনলোড করতে পারবেন, কিউআর কোড স্ক্যান করতে পারবেন, আধার যাচাই করতে পারবেন, ইমেল যাচাই করতে পারবেন, ইউআইডি / ইআইডি পুনরুদ্ধার করতে পারবেন, ঠিকানা বৈধতা পত্রের জন্য অনুরোধ করতে পারবেন। গ্রাহকরা তাদের দেওয়া বিভিন্ন অনলাইন অনুরোধের বর্তমান পরিস্থিতি যাচাই করতে পারবেন।
৫) mAadhaar অ্যাপের মাধ্যমে গ্রাহকরা তাদের আধার বা আধার কার্ডের বায়োমেট্রিক লক বা আনলক করতে পারবেন।
৬) mAadhaar অ্যাপে ‘My Aadhaar’ বিভাগ ব্যক্তিগতকৃত বিভাগ, যেখানে আধার কার্ডধারীদের আধার পরিষেবাগুলি পেতে একবার আধার নাম্বার দিয়ে দেওয়ার পর নতুন করে আর আধার নম্বর প্রবেশ করতে হবে না।
৭) mAadhaar অ্যাপে মাল্টি প্রোফাইল পরিষেবা রয়েছে। যেখানের আধার গ্রাহকরা একই মোবাইল নম্বরে থাকা ৩ টি পর্যন্ত প্রোফাইল সংযুক্ত করতে পারবেন।
৮) mAadhaar অ্যাপ ব্যবহারকারীরা নিকটতম এনরোলমেন্ট সেন্টার খুঁজে পেতে পারেন সহজেই।
৯) ব্যবহারকারীদের অবশ্যই লক্ষ রাখতে হবে যে mAadhaar অফলাইনে কাজ করে না। ইউআইডিএআই থেকে ডেটা ডাউনলোড করার জন্য ইন্টারনেটের সাথে সংযুক্ত হওয়া দরকার।
১০) mAadhaar অ্যাপের একটি মূল বৈশিষ্ট্য হল, এটি আধার কার্ড ব্যবহারকারীদের নিরাপদ এবং কাগজবিহীন।