বিধায়ক হয়েই চমক, রুপোর চপ্পল পায়ে বিধানসভায় মদন মিত্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ‘হাওয়াই চটি’ পরেই এগারোয় রাজ্য দখল করে চমক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই একই পথ অনুসরণ করে চমক দিতে দেখা গেল পাঁচ বছর পর পুনরায় বিধায়ক নির্বাচিত হওয়ার পর মদন মিত্রকে। তবে মদন মিত্র নিজের স্টাইলেই এই চমক দিয়েছেন।

Advertisements

নতুন বিধানসভা গঠনের পর প্রথম অধিবেশনের দিন মদন মিত্রকে বিধানসভায় দেখা যায় ধুতি-পাঞ্জাবি এবং মুখে নীল রঙের মাস্ক পরে। তবে এই ধুতি-পাঞ্জাবি বহু রাজনৈতিক নেতারাই পরে থাকেন। সুতরাং চমক তো সেখানে নয়, বরং চমক ছিল তার পায়ে। তার পায়ে ছিল রুপোর চপ্পল। আর তাতে লেখা ইংরেজিতে ‘বস’। এমন ধরনের রূপোর চপ্পল পরে এর আগে কাউকে বিধানসভায় দেখা যায়নি।

Advertisements

Advertisements

রুপোর এই চপ্পলের চমক এখানেই শেষ নয়। জানা গিয়েছে এই চপ্পল আনা হয়েছে দুবাই থেকে। স্বয়ং মদন মিত্র সেই কথা জানিয়েছেন সাংবাদিকদের। তবে দুবাই থেকে আনা এই রুপোর চপ্পল তিনি নিজে কিনেছেন নাকি কেউ তাকে উপহার দিয়েছেন তা জানা যায়নি। পাশাপাশি এটাও জানা যায়নি এই দুবাইয়ের রুপোর চপ্পলের দামই বা কত।

তবে দুবাইয়ের এই রুপোর চপ্পল পরে মদন মিত্র যখন বিধানসভায় চমক দিয়েছেন তখন তিনি সেই চমকের পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি। এই নতুন ধরনের চপ্পল পড়ার কারণ জানতে চাইলে বিধায়ক মদন মিত্র জানান, ‘আমি তো বহিরাগত নই। তাই বাইরে থেকে জুতো এনে পরেছি।’ অর্থাৎ সেই ভোটের আগে ওঠা বহিরাগত প্রসঙ্গ আবার উঠলো বিধানসভায় এবং স্বাভাবিক ভাবেই তা কটাক্ষ করলো বিজেপিকে।

Advertisements