Made in India Mercedes will run 857 km on a single charge: বর্তমানে ভারতের বাজারেও তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের বিলাসবহুল ইলেকট্রিক গাড়ি। এমনই একটি বিলাসবহুল গাড়ি হলো মার্সিডিজ বেঞ্জ ইকিউএস (Made in India Mercedes)। জার্মান সংস্থার এই গতি দুর্দান্ত সব ফিচার ও সুযোগ সুবিধা যুক্ত। বর্তমান বাজারে এই গাড়ির মূল্য রয়েছে এক্স শোরুম এর ভিত্তিতে ১.৬২ কোটি টাকা। সম্পূর্ন ইলেকট্রিক এই চার চাকা গাড়িটি এবার কিনে ফেললেন গায়ক শান।
গায়ক হিসেবে শান এর জনপ্রিয়তা আমাদের কারোরই অজানা নয়। আসল নাম তার শান্তনু মুখোপাধ্যায়। তবে ভারতীয় এই গায়ক শুধু ভারতেই নয়, সারা বিশ্ব জুড়ে নিজের কণ্ঠের জোরে পরিচিতি পেয়েছেন শান নামে। দেশের বড় সেলিব্রিটি হওয়ার কারণে তার লাইফস্টাইলের দিকেও নজর থাকে বহু মানুষের। এবার তিনি দারুন এই ইলেকট্রিক গাড়িটি কিনে বিশেষ চমক দিলেন। দেখে নিন গায়কের পছন্দের এই গাড়িতে ঠিক কি কি বিশেষত্ব আছে।
গায়ক শান এর গ্যারেজে স্থান পাওয়া মার্সিডিজ বেঞ্জ ইকিউএস (Made in India Mercedes) গাড়িটিতে চালক ও আরোহী দের জন্য সম্পূর্ন আরামদায়ক ব্যবস্থা করা আছে। এই গাড়িটিতে ১০৭.৮ kwh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক আছে। সেই সঙ্গে আছে দুটি ইলেকট্রিক মোটর। এই মোটর গুলি সর্বোচ্চ ৮৬৭ কিমি রেঞ্জ দিতে সক্ষম। এই কারণেই এই গাড়িটি ভারতের সবথেকে লং রেঞ্জ ইলেকট্রিক গাড়ি হিসাবে বিশেষ জনপ্রিয় হয়ে উঠছে। এই গাড়িতে সর্বোচ্চ ৫১৬ হর্সপাওয়ার এবং ৮৫৫ এনএম টর্ক উৎপন্ন হয়। সেই সঙ্গে এই উন্নত মনের গাড়িটিতে রয়েছে অল হুইল ড্রাইভ সিস্টেম। যাত্রী ও চালককে সর্বোচ্চ সুরক্ষা প্রদান করতে এই গাড়িতে ৯ টি এয়ারব্যাগ দেওয়া হয়েছে এবং আছে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম।
আরও পড়ুন ? TATA Tigor CNG: EV গাড়ি ভুলে যাবেন! TATA আনছে নতুন প্রযুক্তির গাড়ি, নিমেষে হবে ম্যাজিক
ভারতে তৈরি করা মার্সিডিজ (Made in India Mercedes) বেঞ্জ ইকিউএস এ বড় সাইজের হাইপার স্ক্রিন আছে, যেখানে তিনটি টাচস্ক্রিন ইনস্টল করা হয়েছে। এগুলির মধ্যে একটি ১২.৩ ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ১২.৩ ইঞ্চি স্ক্রিন এবং ১৭.৭ ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এখানেই শেষ নয়। এই গাড়িতে আছে ওয়্যারলেস চার্জিং, এসি ভেন্ট সহ আরো নানা ধরনের উন্নত প্রযুক্তি।
বিশেষ আর্কিটেকচারের উপর ভিত্তি করে এই গাড়ির ডিজাইন নির্মাণ করেছে জার্মান এই গাড়ি নির্মাণকারী সংস্থা। এই গতিতে LED লাইটিং সিস্টেম, ১৯ ইঞ্চি মাল্টি স্পোক হুইল দেওয়া আছে। যাত্রীদের জন্য সম্পূর্ন আরামদায়ক ব্যবস্থা করা হয়েছে এই গাড়িতে। সেই সঙ্গে গাড়ির লুকটিও যথেষ্ট আকর্ষণীয়। এই গাড়িটি মোট ৫ টি রঙে বাজারে এনেছে গাড়ি প্রস্তুতকারী এই সংস্থা। সেগুলি হলো সোডালিথ ব্লু, গ্রাফাইট গ্রে, অবসিডিয়ান ব্ল্যাক, হাই টেক সিলভার এবং ডায়মন্ড হোয়াইট। ‘মেড ইন ইন্ডিয়া’ র (Made in India Mercedes) এই গাড়িটি বর্তমানে দেশের সব থেকে লং রেঞ্জ চার চাকা গাড়ি।