বন্যাদুর্গত মানুষদের খোঁজ নিতে গিয়ে বাড়ির ছাদে আটকে পড়লেন মন্ত্রী

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বিভিন্ন রাজ্যে এখন অতিবৃষ্টির কারণে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। আর এই বন্যা দুর্গত মানুষদের খোঁজ নিতে গিয়ে খোদ মন্ত্রী আটকে পড়লেন একটি বাড়ির ছাদে। পরিস্থিতি বেগতিক বুঝে আকাশপথে তাকে উদ্ধার করা হয়।

Advertisements

বন্যাদুর্গতদের খোঁজ নিতে গিয়ে এমন পরিস্থিতির মধ্যে পড়া মন্ত্রী হলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। বেশ কয়েকদিন ধরে অতিবৃষ্টির কারণে মধ্যপ্রদেশের একাধিক জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এর পাশাপাশি দুটি ব্রিজ ভেঙে যাওয়ায় সেই বন্যার পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়েছে। এমত অবস্থায় বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের অবস্থা কেমন রয়েছে তা জানতে বুধবার পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

Advertisements

মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র দাতিয়া জেলায় গিয়ে দেখতে পান, সেখানে একটি বাড়ি সম্পূর্ণ ডুবে গিয়েছে। কেবলমাত্র ছাদটুকু বেঁচে রয়েছে। সেই ছাদের উপর আটকে রয়েছেন নয় জন ব্যক্তি। মন্ত্রী সেই সময়ে তাদের দেখে বিপর্যয় মোকাবিলা দলের বোট নিয়ে তাদের উদ্ধার করার জন্য সেখানে পৌঁছান।

Advertisements

কিন্তু ওই আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারকার্য শুরু করার আগেই হঠাৎ একটি গাছ ভেঙ্গে পড়ে উদ্ধারকারীদের বোটের উপর। গাছের ডালপালার আঘাতে বোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং তা আর স্টার্ট হয় নি। আর এই ঘটনার পরেই উদ্ধার করতে আসা মন্ত্রী স্বয়ং আটকে যান ওই বাড়ির ছাদে।

এরপর মন্ত্রী সরকারি আধিকারিকদের খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় একটি বায়ু সেনার হেলিকপ্টার। সেই হেলিকপ্টার প্রত্যেককে উদ্ধার করে। তবে বিপদের মুহূর্তেও নিজের দায়িত্ব ভুলেন নি মন্ত্রী নরোত্তম মিশ্র। প্রথমে ওই ছাদে আটকে থাকা নয় জনকে হেলিকপ্টারে তোলেন এবং তারপর নিজে দড়ি বেয়ে হেলিকপ্টারে ওঠেন।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির এই মন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতা ভূপিন্দর গুপ্তা কটাক্ষ করে এই ঘটনাকে প্রচার পাওয়ার চেষ্টা বলে দাবি করেছেন।

Advertisements