আগামী সপ্তাহেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, রইলো অনলাইনে রেজাল্ট দেখার পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিন ঘোষণার পর এবার মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিন ঘোষণা করলো মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী আগামী সপ্তাহেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের দিনের আগেই ২০ জুলাই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত নিল পর্ষদ।

Advertisements

Advertisements

পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে ওই দিন সকাল ৯ টার সময় ফলাফল ঘোষণা করা হবে এবং সকাল ১০ টা থেকে অনলাইনে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। কোন কোন ওয়েবসাইটে এই ফলাফল দেখা যাবে এবং কি পদ্ধতিতে ফলাফল দেখা যাবে তাও এদিন জানানো হয়েছে।

Advertisements

চলতি বছর করোনা প্রকোপের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এই পরীক্ষা না হওয়ার জন্য পরীক্ষার্থীদের কাছে অ্যাডমিট কার্ড অথবা অ্যাডমিট নম্বর নেই। যে কারণে পরীক্ষার ফলাফল দেখার জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মতারিখ ব্যবহার করে ফলাফল দেখা যাবে। পাশাপাশি মঙ্গলবার থেকেই স্কুলে পাওয়া যাবে মার্কশিট। তবে চলতি বছর কোন মেধা তালিকা প্রকাশ করা হবে না।

www.wbbse.wb.gov.in, https://wbresults.nic.in, www.exametic.com এছাড়াও আরও কিছু ওয়েবসাইটের তালিকা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে যেগুলিতে রেজাল্ট দেখা যাবে। এর পাশাপাশি www.exametic.com ওয়েবসাইটটিতে আগে থেকে রেজিস্টার করে রাখলে রেজাল্ট বের হওয়ার সাথে সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার ফলাফল।

চলতি বছর যেহেতু করোনা প্রকোপের কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি সে ক্ষেত্রে ফলাফল প্রকাশ করার জন্য নতুন পদ্ধতি বেছে নেয় পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে নবম শ্রেণির পরীক্ষার ফলাফল এবং দশম শ্রেণীর অন্তর্বর্তী পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে। এই দুই পরীক্ষার ৫০-৫০ গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হবে।

Advertisements