মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত বছর ধরে করোনা পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাকে নানান সমস্যার সম্মুখীন হতে দেখা যাচ্ছে। গত বছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ করা সম্ভব হয়নি। অন্যদিকে স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি দেওয়া হয়েছিল জুন মাসে।

Advertisements

Advertisements

কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন করোনা সংক্রমণ আকাশছোঁয়া সেই সময় নির্ধারিত এই সূচির পরীক্ষা স্থগিত করতে হয়। যার পরেই প্রশ্ন উঠতে থাকে তাহলে এই দুই পরীক্ষার ভবিষ্যৎ কী? অবশেষে তা নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Advertisements

বৃহস্পতিবার ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে স্পষ্ট করেন, ‘এখনই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে না।’ অন্যদিকে ইতিমধ্যেই একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে গুঞ্জন তৈরি হয়েছে তাহলে কি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাও বাতিল হওয়ার পথে। তবে সেই জল্পনায় জল ঢালতে দেখা গেল শিক্ষামন্ত্রীকে।

আপাতত তিনি জানিয়েছেন, কোনভাবেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল করা হবে না। তবে পরীক্ষার চূড়ান্ত দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। অর্থাৎ শিক্ষামন্ত্রী এদিনের ঘোষণায় আপাতত পরীক্ষা না হওয়ার যে দুশ্চিন্তা তৈরি হয়েছিল তা থেকে মুক্তি পাওয়া গেল।

[aaroporuntag]
অন্যদিকে ইতিমধ্যেই হোম সেন্টার অর্থাৎ নিজের স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা বসে পরীক্ষা দেবে এমনটা আগেই জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে। তবে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও কি এরকম হোম সেন্টার হবে নাকি পূর্বের মতই অন্য স্কুলে গিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Advertisements