নিজস্ব প্রতিবেদন : করোনাকালে ২০২০ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশে হয় বিলম্ব। অন্যদিকে আবার মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্কুল। এমত অবস্থায় একুশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মের ক্ষেত্রে বদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন, আগামী বছর টেস্ট পরীক্ষা ছাড়াই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে রাজ্যে।
করোনাকালে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্ন ভাবে হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে তিনটি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। গৃহীত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বাকি তিনটি পরীক্ষার নম্বর দেওয়া হয় পরীক্ষার্থীদের। যে কারণে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মেধাতালিকা প্রকাশ করা হলেও উচ্চমাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মেধাতালিকা প্রকাশ করেনি রাজ্য শিক্ষা সংসদ।
আবার বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকারের থেকে ঘোষণা করা হয় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পাস না করলেও পরের ক্লাসে উত্তীর্ণ করা হবে। আর এই সকল পদক্ষেপ নিয়ে রাজ্যের বিশেষজ্ঞ মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। আর এসবের মাঝেই বুধবার মুখ্যমন্ত্রী টেস্ট ছাড়াই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে বলে ঘোষণা করলেন।
নিয়ম অনুসারে প্রতি বছর নভেম্বর মাসে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে হয়ে থাকে স্কুলে স্কুলে টেস্ট। একইভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে ডিসেম্বর মাসে হয়ে থাকে টেস্ট পরীক্ষা। তবে এবছর যেহেতু দীর্ঘকাল ধরে বন্ধ রয়েছে স্কুল, তাই পড়ুয়াদের মনে প্রশ্ন ছিল মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের টেস্ট নিয়ে। আর এই সকল ব্যাখ্যা দিয়ে এই বুধবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, চলতি বছর পরীক্ষার্থীদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের জন্য টেস্ট পরীক্ষা দিতে হবে না। পরীক্ষার্থীরা সরাসরি পরীক্ষায় বসতে পারবেন।
তবে এই ঘোষণার পরেও স্পষ্ট নয় প্রতি বছরের মতোই কি আগামী বছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক এবং মার্চ মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে কিনা? কারণ এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, “পরীক্ষা হবে তবে তা নির্দিষ্ট সময়েই হবে কিনা তা জানা নেই। কারণ এখনও স্কুল বন্ধ রয়েছে।”