নম্বর কম, মাধ্যমিকের ফলাফল বের হতেই নজিরবিহীনভাবে বিক্ষোভ পড়ুয়া-অভিভাবকদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী মঙ্গলবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে। ফলাফল প্রকাশের সাথে সাথেই দেখা যায় ঐতিহাসিকভাবে রাজ্যে ১০০% পড়ুয়ায় পাস করেছেন। ৭৯ জন পড়ুয়া পেয়েছেন সর্বোচ্চ নম্বর ৬৯৭। এর পাশাপাশি ৯০% পড়ুয়ায় পাস করেছেন প্রথম বিভাগে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শেষ নেই।

Advertisements

Advertisements

তবে এর মাঝেও উল্টো ছবি দেখা গেল উত্তর ২৪ পরগণার অশোকনগরে। যেখানে পড়ুয়া এবং তাদের অভিভাবকরা রীতিমতো নজিরবিহীনভাবে বিক্ষোভ দেখালেন নম্বর কম দেওয়া হয়েছে এই দাবিতে। নম্বর কম স্কুল কর্তৃপক্ষ এমনই অভিযোগ তাদের। তাদের দাবি, চারিদিকে নম্বরের ছড়াছড়ি হলেও তাদের সন্তানদের কম নম্বর দেওয়া হয়েছে।

Advertisements

এমন আজব এবং নজিরবিহীন ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার অশোকনগরের গুমা নজরুলপল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ে। শুধু অভিভাবকরা নন, এদিন এই বিক্ষোভে সামিল হয়েছিলেন পড়ুয়ারাও। মাধ্যমিকের ফল প্রকাশের পর এই ওই পড়ুয়া এবং অভিভাবকরা স্কুলের গেটের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

অভিভাবক এবং পড়ুয়াদের দাবি, পরীক্ষা হলে পরীক্ষার্থীরা এর থেকে অনেক ভালো ফলাফল করতে পারতো। স্কুল কর্তৃপক্ষ ইচ্ছে করে এমন কম নম্বর দিয়েছেন। এই নম্বরের পরিপ্রেক্ষিতে কোন ভালো স্কুলে ভর্তি হওয়া যাবে না। যে কারণে পুনর্বিবেচনা করতে হবে এই নম্বর।

পরীক্ষার ফলাফল বের হওয়ার পর এমন বিক্ষোভের ঘটনা রাজ্যে নজিরবিহীন। তবে এর আগেই বীরভূমের বেশ কিছু জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছিলেন একাদশ শ্রেণিতে তাদের ভুল নম্বর দেওয়া হয়েছে এমন দাবিতে।

Advertisements