নিজস্ব প্রতিবেদন : নির্ধারিত সূচি অনুযায়ী ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) ফলাফল প্রকাশ হয় শুক্রবার। এবারের মাধ্যমিক পরীক্ষায় গত বছরের তুলনায় পরীক্ষার্থীদের পাশের হার কমেছে। গত ছয় বছরে পাশের হার কমলো এই বছর। পাশাপাশি দেখা যায় এই বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে জায়গা করে নিয়েছে ১১৮ জন। প্রথম দশে জায়গা করে নেওয়ার সংখ্যাটাও গত বছরের তুলনায় কমেছে।
পরীক্ষার ফলাফল সকাল দশটায় প্রকাশ হওয়ার পর দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে পড়ুয়ারা তাদের পরীক্ষার ফলাফল দেখতে পায়। এর পাশাপাশি দুপুর ১২টার পর থেকেই পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় মার্কশিট এবং সার্টিফিকেট। এর পাশাপাশি আগামী বছর মাধ্যমিক পরীক্ষার কবে থেকে শুরু হবে তাও জানিয়ে দেওয়া হয় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে।
মধ্যশিক্ষা পর্ষদের ঘোষণা অনুযায়ী এই বছরের মতো আগামী বছরও মাধ্যমিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। তবে পরীক্ষার দিন অনেক এগিয়ে এসেছে। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। পর্ষদের ঘোষণা অনুযায়ী পরীক্ষা চলবে সকাল ১১:৪৫ থেকে দুপুর ৩ টে পর্যন্ত। পরীক্ষার্থীরা প্রথম ১৫ মিনিট সময় পাবে প্রশ্নপত্র পড়ে দেখার জন্য।
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন
২ ফেব্রুয়ারি : প্রথম ভাষা (বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, নেপালি, ওড়িয়া, তেলুগু, তামিল, সাঁওতালি, মডার্ন টিবেটান, গুরমুখি)।
৩ ফেব্রুয়ারি : দ্বিতীয় ভাষা (ইংরাজি অথবা অন্য কোন ভাষা দ্বিতীয় ভাষা হিসাবে থাকলে)।
৫ ফেব্রুয়ারি : ইতিহাস।
৬ ফেব্রুয়ারি : ভূগোল।
৮ ফেব্রুয়ারি : গণিত।
৯ ফেব্রুয়ারি : জীবনবিজ্ঞান।
১০ ফেব্রুয়ারি : ভৌতবিজ্ঞান।
১২ ফেব্রুয়ারি : ঐচ্ছিক বিষয়।
ফিজিকাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস ও ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার সূচি পর্ষদের তরফ থেকে পরে ঘোষণা করা হবে।