নিজস্ব প্রতিবেদন : আগামী শুক্রবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2024)। মাধ্যমিক পরীক্ষা হল ছাত্র জীবনের প্রথম বড় কোন পরীক্ষা। যে কারণে এই পরীক্ষা নিয়ে প্রতিটি পরীক্ষার্থী থেকে শুরু করে তাদের অভিভাবকদের মধ্যে থাকে আলাদা চিন্তা।
যে সকল পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় বসে তাদের প্রত্যেককে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া নিয়ম-কানুন মেনে চলতে হয়। এই সকল নিয়ম কানুনের মধ্যে যেমন রয়েছে নির্দিষ্ট সময়ে পরীক্ষা হলে পৌঁছানো, ঠিক সেই রকমই পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার সময়ও কি কি মেনে চলতে হবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়। আর এই সকল নিয়ম-কানুন না মানলে পরীক্ষার্থীর পরীক্ষার খাতা বাতিল করা হয় এবং তাকে দেওয়া হয় শূন্য।
অন্যান্য বছরের থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষায় একটি বড় বদল এসেছে আর সেই বদলটি হল পরীক্ষা শুরু হওয়ার সময়ে। অন্যান্য বছর দুপুর বারোটা থেকে পরীক্ষা শুরু হতো এবং শেষ হত তিনটে পনেরোতে। কিন্তু এই বছর পরীক্ষা শুরু হবে সকাল ৯:৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ১টার সময়। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে।
পরীক্ষা হলে পরীক্ষা দেওয়ার জন্য প্রবেশ করার সময় বেশ কিছু জিনিসপত্র পরীক্ষার্থীরা নিয়ে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার্থীরা পরীক্ষা হলে পানীয় জলের বোতল নিয়ে প্রবেশ করতে পারবে না। শুধু পানীয় জলের বোতল নয়, এর পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী কোন বই অথবা নোট জাতীয় কিছু নিয়ে প্রবেশ করা যাবে না।
এছাড়াও পড়াশোনা জাতীয় কোন সামগ্রী, ফাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, পেনড্রাইভ, লগ টেবিল, বৈদ্যুতিন পেন, স্ক্যানার, কার্ডবোর্ড, মোবাইল ফোন, bluetooth, কিন্ডেল রিডার, ইয়ারফোন, বাডস, ট্যাব, পেজার্স, হেল্থ ব্যান্ড, ক্যামেরা সহ অন্যান্য বৈদ্যুতিন গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করা যাবে না। এর পাশাপাশি পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষার্থীরা কেউ ওয়ালেট নিয়েও পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে না।