অমরনাথ দত্ত : পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর বুধবার বোলপুরের শান্তিনিকেতনে আসেন শ্রীনিকেতনের হলকর্ষণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আর এই অনুষ্ঠানে এসে তিনি তার বক্তব্য দেওয়ার সময় বীরভূমের সার্বিক পরিস্থিতি নিয়ে সরব হন। আবার একদিকে তিনি যখন বীরভূমের বর্তমান পরিস্থিতি নিয়ে সরব ঠিক তখনই বিশ্বভারতীতে তার বিরুদ্ধেই দেখা গেল বিরোধী পোস্টার। বিশ্বভারতীর দেওয়ালে প্রকাশ্যে ফুটে উঠল ‘গো ব্যাক’ দেওয়াল লিখন। এমনকি ফি বৃদ্ধির চক্রান্তকারী বলেও তার বিরুদ্ধে অভিযোগ ওঠে।
তবে এদিন রাজ্যপাল মঞ্চে বক্তব্য রাখার সময় বলেন, “ভারত চীন সংঘাতের পর আমার বীরভূম আসার সৌভাগ্য হয়েছিল। কারণ এই সংঘাতে বীরভূমের একজন বীর পুত্র রাজেশ ওরাং শহীদ হয়েছিলেন। একজন রাজ্যপাল হওয়ার পরিপেক্ষিতে আমার কর্তব্য তাদের পাশে দাঁড়ানো। সেই মত আমি তাদের বাড়িতে গিয়েছিলাম এবং আমার সাহায্য তাদের হাতে তুলে দিয়েছিলাম। আর আমি সেদিন দুটি কথা বলেছিলাম, যার মধ্যে একটা হল বীরভূম আজ বীরভূমি হয়েছে। এই বীরভূম ঐতিহাসিক স্থান।”
কিন্তু এর পরেই তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি কি হয়েছে? আজ আমি যেখানে বক্তব্য রাখছি এবং আপনারা যেখানে বসে শুনছেন তার ১৫-২০ কিলোমিটারের মধ্যে বোম তৈরীর কারখানা চলছে। বিস্ফোরণ হচ্ছে। আর এমনটা হওয়াই আপনারা চিন্তিত। গুরুদেব যেখানে তার চিন্তাভাবনা রেখেছেন সেই জায়গায় কেমন মাফিয়া রাজ চলছে আপনারা জানেন।”
বীরভূম প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্যপাল এদিন আরও জানান, “কি কি হয়নি বীরভূমে! ইতিহাসে দেখুন, সংস্কৃতে দেখুন, সঙ্গীতে দেখুন। কিন্তু এখন কানে কি শোনা যায়? বিস্ফোরণ, বোম তৈরির কারখানা, মাফিয়া রাজ! কিন্তু এটা বীরভূমের পরিচয় হতে পারে না। সাধারণ মানুষের কথা ছাড়ুন, সাংবাদিকদেরও কিভাবে কাজ করতে হয় তা এখন গোটা দেশ জেনে গেছে।”