নিজস্ব প্রতিবেদন : যে টাকার জন্য প্রতিটি মানুষ দিনরাত এক করে মাথার ঘাম পায়ে ফেলেন, হাত নাড়ালেই সেই টাকা ঝরে পড়ছে। বিষয়টি অনেকের কাছে বিশ্বাসযোগ্য না হলেও সত্যি। এমনই অবিশ্বাস্য কেরামতি দেখিয়ে দর্শকদের কাবু করে ফেলছেন হরিয়ানা থেকে আগত তুফান। আর এসব কোন জাদুতে সম্ভব তাই ভাবাচ্ছে সবাইকে।
আসলে এসব কিছু নয়, হরিয়ানা থেকে আগত তুফান একজন ম্যাজিশিয়ান। তিনি এখন বীরভূমের সিউড়িতে এসেছেন তার ম্যাজিক দেখানোর জন্য। তার ম্যাজিকের নমুনা দেখানোর জন্য তিনি কয়েকটি খেলা দেখান এবং সেই সকল খেলা দেখেই সবাই অবাক হচ্ছেন।
জাদুকর তুফান ১ ডিসেম্বর থেকে সিউড়ির রবীন্দ্র সদনে তার ম্যাজিক শো দেখানো শুরু করেছেন। তিনি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত তার ম্যাজিক শো দেখাবেন। প্রতিদিন দুটি করে শো দেখানো হবে, প্রথম শো দেখানো হবে বৈকাল ৪ ঘটিকায় এবং দ্বিতীয় শো দেখানো হবে সন্ধ্যা ৭ ঘটিকায়। তার এই ম্যাজিক শো দেখার জন্য বিভিন্ন ধরনের টিকিট মূল্য রাখা হয়েছে। তবে খুদে এবং পড়ুয়াদের ক্ষেত্রে টিকিট মূল্যে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
জাদুকর তুফান জানিয়েছেন, তিনি ভারতবর্ষ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার ম্যাজিক শো দেখিয়ে আসার পাশাপাশি এখন পা রেখেছেন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে এই প্রথম তার কোন শো হচ্ছে এবং তা বীরভূমের সিউড়িতে।
জাদুকর তুফান জানিয়েছেন, তাদের যে সকল খেলা রয়েছে সেই সকল খেলা এতটাই আকর্ষণীয় যে এখানকার দর্শকরা তা দেখে মনোরঞ্জন পেতে বাধ্য। এছাড়াও এমন কিছু ম্যাজিক তারা দেখাবেন যেগুলি এর আগে কখনো চোখের সামনে তা দেখেননি বীরভূমের বাসিন্দারা। টিভি অথবা অন্যান্য মাধ্যমে তা দেখে থাকতে পারেন।