অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতেও থামছে না, কার নামে সোমবার মহাযজ্ঞ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত বৃহস্পতিবার গরু পাচার কাণ্ডে অভিযুক্ত থাকার কারণে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি গ্রেফতার হওয়ার পর স্তব্ধ হয়ে যায় এলাকা। অন্যদিকে ১৫ আগস্ট তার বাড়ির ছাদে হোম যজ্ঞের যে আয়োজন করা হয়েছিল তাও থমকে যায়।

Advertisements

অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার হওয়ার পর দিন দেখা যায় তার বাড়ির ছাদ থেকে প্যান্ডেল খোলার কাজ চলছে। তবে এরপরই শনিবার সিদ্ধান্ত বদল হয় এবং রবিবার থেকে ফের সেই প্যান্ডেল তৈরি করার কাজ শুরু হয়। নির্ধারিত দিনেই হোম যজ্ঞের আয়োজন হবে বলে জানানো হয়েছে তৃণমূল নেতাদের তরফে।

Advertisements

অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে থাকলেও তার বাড়িতে এই হোম যজ্ঞের দায়িত্ব সামলাবেন তার মেয়ে সুকন্যা মন্ডল। এমনটাই জানিয়েছেন নানুরের তৃণমূল নেতা গদাধর হাজরা। গদাধর হাজরা জানান, “একটা ঘটনা ঘটে যাওয়ার কারণে পরিবারের সকলের মন খারাপ হয়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যজ্ঞটা হবে। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরে প্যান্ডেল খোলার কাজ হয়েছিল কিন্তু তার মেয়ে সুকন্যা আসার পর যজ্ঞ হবে বলে জানিয়েছেন তাই যজ্ঞটা হবে। আমরা সবাই থাকব।”

Advertisements

এই হোম যজ্ঞ কার নামে হতে চলেছে এই প্রশ্ন করা হলে গদাধর হাজরা অবশ্য স্পষ্ট ভাবে কিছু জানান নি। তবে তিনি জানিয়েছেন, “সেটা আপনাদের বলব কেন? অনুব্রত মণ্ডলের নামে হতে পারে, আমাদের তৃণমূল কংগ্রেসের নামে হতে পারে, আগামী ১৫ আগস্ট ভারতবর্ষের জন্য যারা শহীদ হয়েছিলেন তাদের নামেও হতে পারে।” পাশাপাশি এই মহাযজ্ঞে কি কি থাকবে সেই প্রসঙ্গে গদাধর হাজরা জানান, “কি থাকবে সেটা আমরা বলতে পারব না, সেটা বলতে পারবেন ভাইজি (সুকন্যা মন্ডল)।”

১৫ আগস্ট এই হোম যজ্ঞের আয়োজন ছাড়াও অনুব্রত মণ্ডলের বর্তমান বাড়ির পাশে একটি নতুন বাড়ি তৈরি করা হয়েছে তার গৃহপ্রবেশের কথাও রয়েছে। অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর এই সকল সিদ্ধান্ত সাময়িকভাবে বদলে গেলেও পুনরায় আগের সিদ্ধান্তেই ফিরেছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল।

Advertisements