নিজস্ব প্রতিবেদন : বর্ষার মরসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য ভাসতে শুরু করেছে। আবার কোন কোন রাজ্যে বৃষ্টির দেখা না মেলায় খরা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই রকম বৃষ্টির প্রকোপে পড়া রাজ্যগুলির মধ্যে একটি হল মহারাষ্ট্র। যেখানে কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি চলছে।
মহারাষ্ট্রে লাগাতার এই বৃষ্টির কারণে নদী নালার জলস্তর বেড়ে যাওয়ার পাশাপাশি তার প্রভাব পড়েছে ১৩০ টি গ্রামে। এর পাশাপাশি শতাধিক মানুষকে সরিয়ে নিয়ে আসা হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়। বৃষ্টির পরিস্থিতি দেখে ইতিমধ্যেই আইএমডি মহারাষ্ট্রের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। এমন এক সংকট পরিস্থিতিতে দুই পুলিশ কর্মীর এক ব্যক্তিকে উদ্ধার কার্যের ভিডিও নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জীবন বিপন্ন করে দুই পুলিশ কর্মী বন্যা পরিস্থিতি থেকে এক ব্যক্তিকে উদ্ধার করছেন। এইভাবে প্রাণ বাঁচাতে গিয়ে একটু ভুল করলেই তাদেরও প্রাণ সংশয়ের মধ্যে পড়তে পারতো। তবে সেই সকল বিষয়কে তুচ্ছ ভেবে তারা নিজেদের কাজ চালিয়ে গিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র পুলিশকে নিয়ে গর্ববোধ করেছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা।
ভিডিওতে দেখতে পাওয়া ওই দুই পুলিশ অফিসারের নাম জানা যাচ্ছে সাদ্দাম শেখ এবং অজিত পোকারে। তারা দুজনেই দত্তওয়ারী থানার কনস্টেবল। আর এমন ঘটনাটি ঘটেছে পুনের শিবানে বাগুল উদ্যানে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ার দর্শকরা তাদের দুজনের প্রশংসা করার পাশাপাশি স্থানীয় সাংসদ সুপ্রিয়া শুলে তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
दत्तवाडी, पुणे पोलीस स्टेशनचे पोलीस शिपाई सद्दाम शेख व अजित पोकरे यांनी शिवणेतील बागुल उद्यानालगतच्या ओढ्यात वाहून जात असलेल्या व्यक्तीचे प्राण वाचवले. स्वतः जीव धोक्यात घालून त्यांनी दाखवलेले शाैर्य 'सदरक्षणाय खलनिग्रहनाय' हे ब्रीद सार्थ ठरवणारे आहे. त्यांच्या कामगिरीला सलाम! pic.twitter.com/kDDVQl9Ykn
— Supriya Sule (@supriya_sule) July 9, 2022
তাদের দুজনকে ভিডিওতে দেখা গিয়েছে কঠিন স্রোতের মধ্যে নিজেদের প্রাণ ঝুঁকি নিয়েই তারা এক ব্যক্তিকে উদ্ধার করেছেন। তবে উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।