Majhi Ladki Bahin Yojana: লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০-১২০০ টাকা অতীত! এবার চালু নতুন প্রকল্প, মিলবে ১৫০০ টাকা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে সারা ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar)। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন, তারা পুনরায় সরকারি এলেই মহিলাদের হাতে নগদ টাকা দেওয়ার জন্য প্রকল্প চালু করবেন। আর সেই মতো ভোটে জেতার পরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন।

প্রথমদিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলাদের ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হতো। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে সেই টাকা বাড়িয়ে করা হয় সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য ১২০০ টাকা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প চালু করেছিলেন সেই প্রকল্প আজও চলছে এবং এই প্রকল্পের সুবিধা কেবল পশ্চিমবঙ্গের বাসিন্দারা পেলেও দিন দিন দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের দেখা দেখি বিভিন্ন রাজ্য একই রকম প্রকল্প চালু করছে। দিনকয়েক আগেই মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে লাডলি বেহেনা নামে একই ধরনের প্রকল্প চালু করেছিল। আর এরপর আবার আরো একটি প্রকল্প চালু হলো।

আরও পড়ুন 👉 T20 World Cup Prize Money: জিতলেই ফুলেফেঁপে উঠবে লক্ষ্মীর ভান্ডার, কত টাকা পাবে টিম ইন্ডিয়া?

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দেখাদেখি এবার নতুন যে প্রকল্প চালু করা হলো তার নাম মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন যোজনা (Majhi Ladki Bahin Yojana)। এই প্রকল্পের আওতায় লক্ষ্মীর ভান্ডারের থেকে বেশ কিছু বেশি সুবিধা দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেখানে ২৫ বছর থেকে ৬০ বছর পর্যন্ত মহিলাদের আর্থিক সাহায্য দেওয়া হয় সেই জায়গায় নতুন এই প্রকল্পের মাধ্যমে ২১ বছর থেকে ৬০ বছরের মহিলাদের সুবিধা দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় যেখানে সাধারণ শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের ১২০০ টাকা দেওয়া হয়, সেই জায়গায় নতুন এই প্রকল্পে ১৫০০ টাকা দেওয়া হবে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মতোই নতুন এই প্রকল্প চালু করা হয়েছে মহারাষ্ট্রে। সামনেই মহারাষ্ট্রে রয়েছে বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে তাদের অন্তর্ভুক্তি বাজেটে এমন একটি প্রকল্পের ঘোষণা করা হলো। নতুন এই প্রকল্প আগামী জুলাই মাস থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। এর জন্য রাজ্য সরকারের পকেট থেকে খরচ হবে ৪৬ হাজার কোটি টাকা।