নিজস্ব প্রতিবেদন : শহর ছাড়িয়ে এবার গ্রামেও ছড়িয়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। কেন্দ্র সরকারের তরফ থেকে এনিয়ে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে তা সত্ত্বেও সংক্রমণকে রুখে দেওয়া যায়নি। সংক্রমণকে রুখে দিতে না পারলেও সংক্রমণমুক্ত করা যেতেই পারে। এর জন্য দরকার বেশি করে সচেতনতা এবং সাধারণ মানুষকে সতর্ক হওয়া। আর এই লক্ষ্য নিয়েই গ্রামকে করোনামুক্ত করার জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হলো মহারাষ্ট্র সরকারের তরফ থেকে।
উদ্ধব ঠাকরের সরকারের তরফ থেকে বুধবার এমন প্রতিযোগিতার কথা ঘোষণা করা হয়েছে। যে প্রতিযোগিতায় ২২টি শর্ত রাখা হয়েছে। এই সকল শর্তের মূল কথাই হল গ্রামকে করোনা সংক্রমণের বাইরে রাখা। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সকল শর্ত পূরণ করতে পারলেই মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। যে অর্থ গ্রামের উন্নয়ণে কাজে লাগবে।
সূত্র মারফত জানা গিয়েছে, মহারাষ্ট্র সরকার ঘরের উপর ভিত্তি করে গোটা রাজ্যকে ৬টি ভাগে ভাগ করেছে। প্রতিটি বিভাগের তিন বিজেতাকে পুরস্কার দেওয়া হবে। যে গ্রাম প্রথম স্থান অধিকার করে তাকে দেওয়া হবে ৫০ লক্ষ টাকা, দ্বিতীয় স্থানাধিকারী গ্রামকে দেওয়া হবে ২৫ লক্ষ টাকা এবং তৃতীয় স্থানাধিকারী গ্রামকে দেওয়া হবে ১৮ লক্ষ টাকা।
ঘোষণা অনুযায়ী মোট ১৮ গ্রামকে এই পুরস্কার দেওয়া হবে। আর এর জন্য সরকারের মোট বরাদ্দ ৫ কোটি ৪০ লক্ষ টাকা। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো গ্রামগুলিকে আরও করোনা নিয়ে সতর্ক করা, গ্রামের বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। গ্রামের মানুষকে যেমন সংক্রামিত না হয় সেই দিকে সতর্ক থাকতে হবে, ঠিক একইভাবে নিয়ম মেনে নিতে হবে করোনা টিকা।