পরিত্যক্ত কুয়ো থেকে জীবন বাজি রেখে উদ্ধার বিষধর সাপ

নিজস্ব প্রতিবেদন : সাপ মানেই অধিকাংশ মানুষের কাছে আতঙ্ক। যে কারণে এই প্রাণীটি থেকে প্রত্যেকেই দূরে থাকতে চান। আবার অনেককেই লক্ষ্য করা যায় সাপ দেখলেই তাদের মারতে উদ্যত হন। তবে মনে রাখতে হবে এরাও জীবকুলের অংশ। এরাও পরিবেশের বন্ধু। আর সাপ নিজেকে আক্রান্ত হওয়ার আশঙ্কা না করলে অন্য কাউকে আক্রমণ করে না।

এই সকল কথা মাথায় রেখে বহু জীবপ্রেমীদের লক্ষ্য করা যায় সাপেদের রক্ষা করতে। বিশেষ করে তারা যখন বিপদের মুখে পড়ে তখন তাদের উদ্ধার করে ত্রাতা হয়ে ওঠেন এই সকল মানুষেরা। ঠিক সেই রকমই এক ব্যক্তির ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে এবং তা ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, ওই ব্যক্তি নিজের জীবন বাজি রেখেই একটি পরিত্যক্ত কুয়ো থেকে একটি বিষধর সাপকে উদ্ধার করছেন। পাশাপাশি ওই ব্যক্তির সাপটিকে উদ্ধার করার কৌশল চমকে দিয়েছে বহু দর্শকদের। এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। ভিডিওটিতে লক্ষ্য করা গিয়েছে বেসরকারি বন্যপ্রাণ গবেষণা সংগঠনের কর্মীরা একটি পরিত্যক্ত কুয়ো থেকে সাপটিকে উদ্ধার করেছেন। একটি লম্বা লাঠিতে হুক লাগিয়ে ওই সাপটিকে পরিত্যক্ত থেকে উদ্ধার করার কাজ চালানো হচ্ছে। কুয়ো থেকে বের করে আনার পর বিষধর ওই সাপটিকে একটি কালো ব্যাগের মধ্যে ভরা হয় এবং মুখ শক্ত করে বেঁধে দেওয়া হয়। পরে সেটিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হয়।

সংবাদ সংস্থা এএনআই-এর তরফ থেকে ভিডিওটি আপলোড করার সময় লেখা হয়েছে, “বেসরকারি বন্যপ্রাণ গবেষণা সংগঠনের কর্মীরা একটি পরিত্যক্ত কুয়ো থেকে বিষধর ভারতীয় কোবরাটিকে উদ্ধার করেছেন। মহারাষ্ট্রের নাসিক এলাকা থেকে এই সাপটিকে উদ্ধার করা হয়েছে”।