১৬৫ কেজি বেলকাঠ, ৫ টিন গাওয়া ঘি, মহাযজ্ঞ অনুব্রতর, কারণ নিয়ে ধোঁয়াশা

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) শুধু নামেই দোর্দণ্ডপ্রতাপ নেতা নন, তার কর্মকাণ্ড ফুটে ওঠে দোর্দণ্ড ভাব। তিনি নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই বিভিন্ন আচার অনুষ্ঠান করে থাকেন অথবা যোগ দেন। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তাকে তারা মা (Tara Maa), নলাটেশ্বরী মা (Nalateswari Maa) অথবা মহাদেবের আরাধনা (Mahadev) করতে দেখা যায়। ঠিক তেমনই কংকালী মায়ের (Kankalitala) আরাধনাও তিনি করে থাকেন বিভিন্ন সময়।

সম্প্রতি বৃহস্পতিবার বীরভূমের কঙ্কালীতলা মায়ের মন্দিরে অনুব্রত মণ্ডল একটি মহাযজ্ঞের আয়োজন করেন। যে মহাযজ্ঞের উপকরণ হিসেবে ছিল ১০০৮টি বেল পাতা, ১৬৫ কেজি বেলকাঠ এবং ৫ টিন গাওয়া ঘি। এই মহাযজ্ঞ পরিচালনার দায়িত্বে ছিলেন ১১ জন নামজাদা পুরোহিত। তবে কি কারণে এই মহাযজ্ঞ তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রেখেই দিলেন অনুব্রত মণ্ডল।

মহাযজ্ঞ শুরুর প্রথম থেকেই অনুব্রত মণ্ডলকে মহাযজ্ঞের কারণ জিজ্ঞাসা করলে তিনি জানাতে চাননি। পরে জানাবেন বলে জানালেও মহাযজ্ঞ শেষে পুনরায় এই প্রশ্ন উঠলে অনুব্রত মণ্ডল জানান, “যা বলার বলেছি। এখন আর কিছু বলবো না। নেক্সট হোম যজ্ঞ যখন হবে তখন বলব।”

মহাযজ্ঞ প্রসঙ্গে তিনি বলেন, “খুব ভালো মহাযজ্ঞ হয়েছে। যা মহাযজ্ঞ হয়েছে তা কল্পনার বাইরে। মায়ের কাছে যা চাইবার চেয়ে নিয়েছি, মাকে যা বলবার বলে দিয়েছি। নেক্সট আবার করে বলে দেবো কি বলেছিলাম। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সবার নামে পুজো হলো।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকে কঙ্কালীতলা মন্দিরে শুরু হয় এই মহাযজ্ঞ। এই মহাযজ্ঞকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থক এবং অন্যান্য ভক্তদের মধ্যে ছিল আলাদা উৎসাহ-উদ্দীপনা। সকাল আটটা থেকে এই মহাযজ্ঞ শুরু হওয়ার পর তা চলে টানা ১২ ঘণ্টার বেশি।