মাত্র ৩ লক্ষ টাকায় ইলেকট্রিক গাড়ি আনছে মাহিন্দ্রা, আকারে ছোট অ্যাটম

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন দিন বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। পেট্রোল ডিজেলের এই দাম বৃদ্ধি পাওয়ার ফলে এখন অধিকাংশ মানুষ ইলেকট্রিক যানবাহন কেনার দিকে ঝুঁকছেন। এর পাশাপাশি পরিবেশ দূষণের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকেও ইলেকট্রিক গাড়ি বেশি পরিমাণে রাস্তায় নামানোর পরিকল্পনা গ্রহণ করেছে।

Advertisements

ইলেকট্রিক গাড়ি বাজারে আনার বিষয়ে টাটা, hyundai ইত্যাদি নানান নামিদামি কোম্পানী রয়েছে। এছাড়াও রয়েছে একাধিক স্টার্টআপ সংস্থা। তবে এরই মধ্যে মহিন্দ্রা অ্যাটম নামে এমন একটি ইলেকট্রিক গাড়ি নিয়ে আসছে যা আকারে ছোট হলেও বাজার কাঁপাবে বলেই মনে করা হচ্ছে। কারণ এর দাম তিন লক্ষ টাকার মধ্যে।

Advertisements

মাহিন্দ্রার চার চাকার এই অ্যাটম গাড়িটি K1, K2, K3 এবং K4 চারটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হবে। এর মধ্যে প্রথম দুটি ভ্যারিয়েন্টে রয়েছে 7.4kWh এবং পরের দুটিতে রয়েছে 11.1kWh ব্যাটারি। এছাড়াও K2 এবং K4 এই দুটি মডেলে রয়েছে এয়ার কন্ডিশনিং সিস্টেম। এর পিক পাওয়ার আউটপুট 11hp।

Advertisements

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো মাহিন্দ্রার এই ইলেকট্রিক গাড়ির দৈর্ঘ্য ২৭২৮ মিমি, প্রস্থ ১৪৫২ মিমি, উচ্চতা ১৫৭৬ মিমি এবং ১৮৮৫ মিমি হুইলবেস রয়েছে। এই গাড়ির সাইজ অনেকটা পেট্রল এবং সিএনজি পাওয়ার্ড বাজাজ কিউটের মতো। বাজারে এই দুই সংস্থার গাড়ি প্রতিযোগী হয়ে উঠবে বলেও মনে করা হচ্ছে।

এই গাড়িতে থাকছে দুটি দরজা, চারটি সিট। গাড়িটির টপ-স্পিড হতে চলেছে ঘন্টায় ৫০ কিলোমিটার এবং একবার চার্জ হতে গাড়িটি সময় নেবে মাত্র ৫ ঘণ্টা। গাড়িটির রেঞ্জ হল একবার চার্জে ১২০ কিলোমিটার পর্যন্ত দৌড়তে পারবে মাহিন্দ্রা অ্যাটম। অনুমান করা হচ্ছে এর দাম হবে ৩ লক্ষ টাকার মধ্যেই।

Advertisements