সংসদে দাঁড়িয়ে আজেবাজে ভাষার ব্যবহার মহুয়া মৈত্রের, ভিডিও দেখলে লজ্জা লাগবে

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra Viral Video) নিয়ে হামেশাই বিতর্ক বাঁধতে দেখা যায়। সাম্প্রতিককালে তিনি সাংবাদিকদের ‘দু’পয়সার সাংবাদিক’ বলে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছিলেন। এছাড়াও আরও একাধিক কারণে তাকে বিতর্কের কেন্দ্রবিন্দু হতে দেখা যায়।

এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় মহুয়া মৈত্র সংসদে (Parlament) দাঁড়িয়ে যে ধরনের ভাষার ব্যবহার করেছেন তা রীতিমতো লজ্জাজনক বলেই মনে করছেন রাজনৈতিক মহল। তাদের দাবি এই ধরনের ভাষার প্রয়োগ করা সংসদের মতো কক্ষে কখনোই উচিত হয়নি। এছাড়াও সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের একজন সংসদের এই ধরনের ভাষার প্রয়োগ লজ্জাজনক বলেও মনে করছেন তারা।

মঙ্গলবার সন্ধ্যায় সংসদে কার্যক্রম চলার সময় মহুয়া মৈত্র সংসদে উপস্থিত অন্যান্য সাংসদদের উদ্দেশ্য করে যে ভাষার প্রয়োগ করেছেন তা নিয়েই রীতিমতো হইচই তৈরি হয়। তিনি ঠিক যে সময়েই এমন ভাষার প্রয়োগ করেন সেই সময় আরও এক সাংসদ বক্তব্য রাখছিলেন। বিতর্কিত সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর এখন তা রীতিমতো ভাইরাল।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মহুয়া মৈত্র এই ধরনের ভাষা প্রয়োগ করার আগে সংসদে আদানি গ্রুপ ইস্যুতে বক্তব্য রাখছিলেন। তাকে মাঝে থামানোর চেষ্টা করা হলেও ফায়ারব্র্যান্ড বক্তৃতা শেষ করেই নিজের আসনে বসেন মহুয়া মৈত্র। এরপর নিজের বক্তব্য রাখতে ওঠেন টিডিপি সাংসদ রামমোহন নাইডু।

টিডিপি সাংসদ রামমোহন নাইডু যখন বক্তব্য রাখছিলেন সেই সময়ই হঠাৎ মহুয়া মৈত্রকে দেখা যায় এমন অশালীন শব্দের প্রয়োগ করতে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে টিএমসির সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন ওই কার্যক্রমের ভারপ্রাপ্ত স্পিকার হিসাবে কাজ করা ভৃথারি মাহতাব।