Elon Musk: বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক, শুধু অন্যতমই নয় তালিকায় সর্বপ্রথমেই আছে তার নাম। টাকা এবং ক্ষমতার জোরে তিনি চেষ্টা করেছেন দুনিয়ার বিভিন্ন জিনিসকে নিজের কুক্ষিগত করতে। মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে সাহায্য করেছেন দুহাত ভরে। জানুয়ারিতে ট্রাম্প হোয়াইট হাউসের মসনদে বসার পর মাস্কের ক্ষমতা যে আরও বাড়বে তা একরত্তি শিশুরও উপলব্ধি করতে অসুবিধা হয় না। ট্রাম্প নিজেও সে আভাষ দিয়েই রেখেছেন। আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়লে তেমন একটি বিষয় সম্পর্কে জানতে পারবেন। বিস্তারিত জানতে দেরি না করে ঝটপট করে ফেলুন আজকের এই প্রতিবেদনটি।
বর্তমান সময়ে যার ক্ষমতা বেশি সে এই দুনিয়াতে রাজ করবে। কথাটিকে অক্ষরে অক্ষরে পালন করেছেন ইলন মাস্ক। নিজের মত কথাটিকে সাজিয়ে নিয়েছেন তিনি। টাকার জোরে তিনি সবকিছুই কিনে নিতে চান। গোটা বিশ্ব এরকম উদাহরণ এর আগেও পেয়েছে অনেকবার। সম্পর্কে ইলন মাস্কের (Elon Musk) নজর পড়েছে উইকিপিডিয়ার দিকে। তিনি সেখানেও ১ বিলিয়ন টাকার অফার দিয়েছেন উইকিপিডিয়া কেনার জন্য।
তিনি এমনটাও জানিয়ে দিয়েছেন যে, প্রয়োজন পড়লে তিনি যেই অর্থ বরাদ্দ করেছেন তা আরো বাড়িয়ে দেবার সিদ্ধান্ত নেবেন। গত বছরের অক্টোবর মাসে এই অফার দিয়েছিলেন মাস্ক। তিনি এই খবরটি পোস্ট করেছেন নিজের একটি পোস্টে এবং তাতে লিখেছিলেন উইকিপিডিয়ার নাম পরিবর্তন করলে তিনি এক বিলিয়ন ডলার দেবেন। অবশ্য উইকিপিডিয়া কর্তৃপক্ষ এখনো পর্যন্ত তার এই পোস্টের কোনরকম জবাব দেয়নি। এরপর এক বছর কেটে যাওয়ার পর মাস্ক (Elon Musk) লিখেছেন, তিনি বোকা নন এবং এতদিন পর্যন্ত তিনি অপেক্ষা করবেন না। উইকিপিডিয়াকে তাড়াতাড়ি নিজেদের কাজ করার কথা বলেছেন।
আর পড়ুন:Ratan Tata: শুভ জন্মদিন রতন টাটা, ফিরে দেখা কিংবদন্তির জীবনের অজানা মোড়গুলি
ইলন মাস্ক এর এই সিদ্ধান্তের বিভিন্ন বিশেষজ্ঞরা মনে করেছেন যে, বিভিন্ন লাভজনক সংস্থা নিজের কুক্ষিগত করতে চাইছেন টেসলা কোম্পানির কর্ণধার। গোটা বিশ্বে যে সমস্ত লাভজনক সংস্থা রয়েছে তা নিজের কাছেই রাখতে চান ইলন মাস্ক। বিশেষত সেইসব প্রতিষ্ঠান যেখানে বিশ্বের সমস্ত মানুষের তথ্য রক্ষা করা আছে। আগামী দিনে তার চিন্তা-ভাবনা কি এই বিষয়ে বিশেষজ্ঞরা খুবই চিন্তিত।
বিগত এক বছর ধরে তিনি এই প্রস্তাব দিয়ে রেখেছেন উইকিপিডিয়াকে। তবে উইকিপিডিয়া কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে এই বিষয়ে তারা এখনো কোনোরকম সিদ্ধান্ত নেয়নি। তাদের এই কথায় হতাশ হয়েছেন মাস্ক(Elon Musk)। কিন্তু তিনি হাল ছেড়ে দেওয়ার মানুষ নন। তিনি মনে করেন কখনও তিনি সুযোগ পাবেন। সুযোগ পেলে তিনি নিমেষে কিনে নেবেন উইকিপিডিয়ার মত বড় কোম্পানিকে।