The main reason for the high price of Nelore Cow: গরু হল গৃহপালিত পশু। ভারতে অনেকেই এই গবাদি পশুকে প্রতিপালন করে তার দুধ, মাংস বিক্রি করে জীবিকা নির্বাহ করে। শুধু তাই না, দীর্ঘদিন গবাদি পশুকে লালিত পালিত করে অনেকে বিক্রিও করে দেয়। তার দাম ওঠে খুব জোর হাজার বা লাখ টাকা। কিন্তু জানলে অবাক হবেন এমন একটি গরুর প্রজাতি রয়েছে যাদের মূল্য হাজার বা লাখ নয়, কোটি কোটি টাকা। ব্রাজিলের নিলামে সেই প্রজাতির গরু (Nelore Cow Price) বিক্রি হল ৪০ কোটি টাকায়।
মনে প্রশ্ন জাগছে এ আবার কোন প্রজাতির গরু? এই গবাদি পশুর মধ্যে কি এমন গুণাগুণ রয়েছে? সাম্প্রতিক ব্রাজিলের নিলামে ওঠা ভিয়াতিনা নামক নেলোর প্রজাতির গরু বিক্রি হয়েছে ৪০ কোটি টাকায়। যা দামের দিক থেকে রেকর্ড গড়েছে। বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া গরু এই নেলোর প্রজাতির গরু (Nelore Cow Price)। শুধু তাই না, এই প্রজাতির গরুর দাম বুঝিয়ে দিচ্ছে গরুটি কতটা উৎকৃষ্ট মানের।
অপরদিকে প্রাণী বিজ্ঞানীদের অনুমান ভিয়াতিনা গরুটির এই অবাক করা দামের মাধ্যমে বোঝা যায় নোলর প্রজাতির গরুগুলির মধ্যে জিনগত কোনো উপাদানের সম্ভাবনা অদৃশ্য রয়েছে। শুধু তাই না, এই প্রজাতির গরুর এত দাম হওয়ার কারণ হিসেবে বিজ্ঞানীরা আরও বলেন যে, এরা সর্বদিক থেকেই সম্পূর্ণ। এরা অত্যন্ত শক্তিশালী এবং রোগ প্রতিরোধকারী হয়। এই প্রজাতির গরুর মাংস অত্যন্ত উন্নত মানের হয়। আরো একটি বিশেষ কারণ হলো আবহাওয়া সঙ্গে মানিয়ে চলা। যা এদের অন্যতম গুণ। গ্রীষ্মকালীন অঞ্চলে এই জাতের গরু নিজেদেরকে আবহাওয়ার সাথে খুব ভালোভাবে মানিয়ে নেয়। এই আবহাওয়াকে এরা খুবই সুবিধাজনক মনে করে।
আরও পড়ুন ? Indian Mobile Export: বরবাদ হবে চীন! এবার স্মার্টফোন ব্যবসাতেও মোদির চালে কাবু জিনপিং
এবার আসি এই নেলোর প্রজাতির গরু ভিয়াতিনার দামের হিসাবে। শোনা গিয়েছে ব্রাজিলের শাও পাওলো শহরে অবস্থিত আরন্দুতে নিলামে ওঠে নেলোর প্রজাতির এই ভিয়াতিনা গরু। যার বয়স সাড়ে চার বছর। নিলামে গরুটির এক-তৃতীয়াংশ বিক্রিতে রেকর্ড দাম উঠেছে ১৪ লক্ষ ৪০ হাজার মার্কিন ডলার। যার ভারতের দাম প্রায় ১২ কোটি ৭২ হাজার। যার মোট মূল্য হয় ৪৩ লক্ষ মার্কিন ডলার। শুধু তাই না, এও জানা গিয়েছে যে গত বছরে এই গরু বিক্রির অর্ধেক মালিকানায় রেকর্ড দাম উঠেছিল। ভারতীয় মূল্য হিসেবে প্রায় ৬ কোটি ৬৭ লক্ষ টাকায় বিক্রি হয়েছিল।
উল্লেখযোগ্য ব্রাজিলের নিলামে ওঠা এই নেলোর প্রজাতির গরুর উৎপত্তিস্থল হল ভারত। ১৮৬৮ সালে ব্রাজিলে এই প্রজাতির দুটি গরু জাহাজে করে রপ্তানি করা হয়। তারপরেই পূর্ব শতাব্দীর ছয়ের দশকে হু হু করে বৃদ্ধি পায় এই প্রজাতির গরুর সংখ্যা। পাশাপাশি ব্রাজিল আরো এই প্রজাতির গরু আমদানি করে। যার ফলে ব্রাজিলে বর্তমানে এই প্রজাতির গরু (Nelore Cow Price) অন্যতম হয়ে উঠেছে। তবে ভারতের সাথে এই প্রজাতির গরু অতপ্রতোভাবে জড়িয়ে। মূলত অন্ধ্রপ্রদেশের নেলো জেলার নামেই এই প্রজাতির গরুর নামকরণ হয়। পাশাপাশি এই গরুর বৈজ্ঞানিক নাম বস ইন্ডিকাস (Bos indicus), যা ভারতের সাথে জড়িত রয়েছে।