Maa Flyover Maintenance Work: আরও সুরক্ষিত হবে মা ফ্লাইওভার! বিশেষ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন

Prosun Kanti Das

Published on:

Advertisements

Maintenance work has started to make Maa Flyover more secure: পশ্চিমবঙ্গের সব থেকে লম্বা উড়ালপুল হল কলকাতা শহরে অবস্থিত মা উড়ালপুল। প্রতিদিন অসংখ্য গাড়ি প্রতিনিয়ত যাতায়াত করছে মা উড়ালপুলের উপর দিয়ে। কলকাতা শহরের সবচেয়ে ব্যস্ততম উড়ালপুল গুলির মধ্যে অন্যতম এই উড়ালপুলটি। ২০১৫ সাল থেকে আজ অব্দি একইভাবে ব্যবহার করা হচ্ছে। এবার কিছু সংস্কারের প্রয়োজন উড়ালপুলটিতে। তথ্য সূত্রে জানা গেছে, বেশ কিছু বিয়ারিং খুবই খারাপ অবস্থায় আছে সেগুলি অতি সত্বর সংস্করণের প্রয়োজন। তারই কাজ শুরু হয়েছে সম্প্রতি।

Advertisements

মা উড়ালপুলের সংস্করণের (Maa Flyover Maintenance Work) দায়িত্বে রয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। সরকারের তরফ থেকে সংস্করণের জন্য ৩ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। মা উড়ালপুলের একাধিক বিয়ারিং ও পিলারগুলির গার্ডার সংস্কার করা হবে। এছাড়াও জল নিকাশি ব্যবস্থার উন্নতি করতে পাইপলাইনগুলিরও সংস্করণ করা হবে। যাতে বৃষ্টির জল জমে উড়ালপুলের কোন ক্ষতি করতে না পারে। সরকারের বরাদ্দ অর্থেই হবে সংস্কারের কাজ।

Advertisements

ইতিমধ্যে সংস্কারের (Maa Flyover Maintenance Work) কাজ শুরু করে দিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। কিন্তু শহরের অন্যতম ব্যস্ত উড়ালপুলে সংস্কারের কাজ শুরু হলে যাত্রী ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই কাজ হচ্ছে রাতের বেলায়। দিনের অতিরিক্ত যানবাহনের চাপ এড়িয়ে, রাত ১২ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত সংস্কারের কাজ চলছে। কেএমডিএর তরফ থেকে এমনই তথ্য জানানো হয়েছে কলকাতা পুলিশকে। ২৬ শে এপ্রিল ২০২৪, শুক্রবারের মধ্যেই সংস্কারের কাজ সম্পূর্ণ করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। যেহেতু রাতে কাজ হচ্ছে তাই যাত্রীরা খুব বেশি অসুবিধায় পড়বেন না, বলেই দাবি করেছে কেএমডিএ কর্তারা।

Advertisements

আরও পড়ুন ? Maa Canteen Menu Change: গরমে মা ক্যান্টিনের খাবারের মেনুতে বদল! মিলবে জিভে জল আনা এইসকল স্বাস্থ্যকর খাবার

কিছুদিন আগে এক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় মা উড়ালপুলের যাবতীয় খুঁটিনাটি বিষয় পরীক্ষা করার জন্য। সেখান থেকেই জানা যায় বেশ কিছু বিয়ারিং এতটাই খারাপ অবস্থায় রয়েছে যে, যত তাড়াতাড়ি সম্ভব তার পরিবর্তন করা প্রয়োজন। তারপরই কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় মা উড়ালপুল সংস্কার (Maa Flyover Maintenance Work) করার। শহরের ব্যস্ত উড়াল পুলটিকে হঠাৎ করে বন্ধ করে দিয়ে সংস্কারের কাজ করা সম্ভব নয়, তাই যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে যতটা সম্ভব নির্বিঘ্নে কাজ শেষ করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।

কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, উড়ালপুল সংস্করণের (Maa Flyover Maintenance Work) কাজের জন্য সম্পূর্ণ বন্ধ করার কোন প্রয়োজন পড়ছে না। তাই যাত্রী ভোগান্তির আশঙ্কা অনেকটাই কম। যেটুকু অংশে কাজ হচ্ছে সেটুকু অংশই বন্ধ রেখে কাজ করা যাচ্ছে। যেমন কিছুদিন আগেই পার্ক সারকাস ৭ পয়েন্ট থেকে গড়িয়া ও বর্তমান ভবনের দিকে রাস্তা বন্ধ করা হয়েছিল। যেহেতু কাজ রাতের বেলায় হচ্ছে, তাই রাস্তা বন্ধ করতে হলে তাও শুধুমাত্র রাতের বেলাতেই বন্ধ করা হচ্ছে। ফলে দিনের বেলায় যাতায়াতে কোন সমস্যায় পড়বেন না যাত্রীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য অক্লান্ত পরিশ্রম করছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির কর্মীরা।

Advertisements