Chabahar Port: হাউ হাউ করে কাঁদছে চীন, পাকিস্তান! চাবাহার বন্দর নিয়ে ভারত-ইরানের বড় চুক্তি

Antara Nag

Published on:

Advertisements

A major agreement has been done between India and Iran on Chabahar port: ভারতকে প্যাঁচে ফেলতে নয়া পরিকল্পনা চীন, পাকিস্তানের। ঘাঁটি গেড়েছে ভারত মহাসাগরের বিভিন্ন দ্বীপে। সাথে গড়ে তুলেছে চীন, পাকিস্তান অর্থনৈতিক করিডোর অর্থাৎ CPEC। যা শি জিনপিংয়ের স্বপ্নের “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ”-এর একটি অংশ। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিল ভারত-ইরানের বন্দর (Chabahar Port) চুক্তি। কি বিষয়ে চুক্তি করল ভারত-ইরান?

Advertisements

প্রসঙ্গত, ভারতকে ট্রাপে ফেলার জন্য স্ট্রিং অফ পার্লস তৈরির পরিকল্পনা করেছিল চীন, পাকিস্তান। CPEC প্রকল্প অধীনে গদর বন্দরকে উন্নত করার পরিকল্পনা করে চীন, পাকিস্তান। ঠিক সেই সময়ে অপরদিকে ইরানে একটি নতুন বন্দর (Chabahar Port) তৈরি করার পরিকল্পনা করে চীন, পাকিস্তানের বারা ভাতে ছাই দেয় ভারত। ইতিমধ্যে সেই বন্দর বিষয়ে ইরানের সাথে ১০ বছরের চুক্তি সম্পন্ন করেছে ভারত। যার ফলে ইরানে বন্দর তৈরি হলেও সেই বন্দর পরিচালনার দায়িত্বে থাকবে ভারত। কয়েকদিন আগেই সেই চুক্তিপত্র সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল স্বাক্ষর করতে পৌঁছান ইরানে।

Advertisements

ইরানে গড়ে তোলা ভারতের এই বন্দরের নাম চাবাহার বন্দর। যা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বন্দর। কারণ এই বন্দরের মাধ্যমেই মধ্য এশিয়া, ইউরোপ, আফগানিস্তানের সাথে সংযোগ স্থাপন করতে সুবিধা হবে ভারতের। পাকিস্তানের প্রয়োজন ছাড়াই আফগানিস্তানে সহজেই পৌঁছাতে পারবে ভারত। পাশাপাশি রাশিয়ার সাথে সংযোগ স্থাপনে জন্য এই চাবাহার বন্দরের সাথে ইন্টারন্যাশনাল নর্থ-সাউথ ট্রান্সপোর্ট করিডোরকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে ভারতের।

Advertisements

আরও পড়ুন ? Indian Army Weapons: রাতের ঘুম উড়ল চীনের! এবার ভারতের হাতে যা এলো আমেরিকা ছাড়া আর কারো হাতে নেই

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতবর্ষের কাছে এই চাবাহার বন্দর চুক্তি বিশেষ অবদান রাখবে। কারণ গাঁজা যুদ্ধের কারণে ভারতে আসা আরব সাগর অতিক্রমকারী বিভিন্ন বাণিজ্যিক জাহাজগুলিকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে বারংবার। যার ফলে এই বন্দর তৈরি হলে সেই সমস্যা দূর হবে। যার জন্য গত বছরেই স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস সামিটের আয়োজনে এই চাবাহার বন্দর তৈরির প্রসঙ্গ তোলেন।

খবর অনুযায়ী, চাবাহার বন্দর উন্নত করার জন্য ভারত তরফে ৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা রয়েছে। ইতিমধ্যেই বন্দর (Chabahar Port) উন্নয়নের জন্য ভারত তরফে ইরানকে প্রদান করা হয়েছে ৬টি ভ্রাম্যমান হারবার ক্রেন সহ বেশ কিছু সামগ্রী। যার মাধ্যমে চাবাহার বন্দর গড়ে তোলার সাথে এই বন্দরকে যুক্ত করা হবে জাহেদান রেলপথের সাথে। যার উন্নয়ন থেকে শুরু করে সমস্ত কিছুর দায় দায়িত্ব নেবে ভারত।

Advertisements