Digha Hotel: হোটেল বুকিংয়ের নিয়মে বদল! এবার এত সহজে দীঘায় মিলবে না হোটেল

Prosun Kanti Das

Published on:

A major change has been brought in the rules of Digha Hotel booking: বাঙ্গালীদের ছুটি কাটানোর অন্যতম ঠিকানা দিঘা। প্রতিনিয়ত হাজার হাজার পর্যটকের ভিড় লেগেই থাকে দীঘার সমুদ্র তটে। কিন্তু পর্যটকদের জমায়েতের সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরাও। অপরাধমূলক কাজ করার পর পুলিশের হাত থেকে বাঁচতে আত্মগোপনের ঠিকানা হিসেবে বেছে নিয়েছে দীঘার হোটেল (Digha Hotel) গুলোকেই। সম্প্রতি দিঘার এক হোটেলে পরিচয় পত্র গোপন করে লুকিয়ে ছিল দুই জঙ্গি। পুলিশ প্রশাসনের তৎপরতায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়। এই ঘটনার পর দীঘার পুলিশ প্রশাসন আরো অনেক বেশি সতর্ক হয়েছে পর্যটকদের নিয়ে।

পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে একাধিক নতুন নিয়মের সংযোজন করেছে পুলিশ কর্তৃপক্ষ। এখন থেকে কোন পর্যটক দিঘায় হোটেল (Digha Hotel) বুকিং করলে তাদের পরিচয় পত্র নথিভুক্ত করতে হবে পুলিশের অতিথি পোর্টালে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে হোটেল গুলিকে। পরিচয় পত্র হিসেবে নকল ডকুমেন্ট জমা দিল ছাড় পাবে না কেউ। জমা করা পরিচয়পত্রটি নকল না আসল তা যাচাই করার জন্য একটি বিশেষ অ্যাপের ব্যবহার করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

আপাতত সমগ্র দিঘা জুড়ে মোট ১০০ টি হোটেলকে নির্বাচন করা হয়েছে, এই অ্যাপটি ব্যবহার করার জন্য। পরবর্তীতে সমগ্র দীঘা জুড়ে অবস্থিত প্রতিটি হোটেলে এই অ্যাপ ব্যবহার করা হবে। এই অ্যাপের সাহায্যে খুব সহজে নটিপত্র আসল না নকল তা যাচাই করা সম্ভব। পুলিশের তরফ থেকে হোটেলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সঠিকভাবে যাচাই করে, নির্দিষ্ট পোর্টালে আপলোড করে, তবেই বুকিং নিশ্চিত করার জন্য। পুলিশের এই উদ্যোগে সহমত পোষণ করে দীঘার হোটেল (Digha Hotel) সমিতির যুগ্ম সম্পাদক বলেন, এই ধরনের নিয়ম চালু হলে ছোট বড় সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রেই অনেক সুবিধা হবে।

আরও পড়ুন ? Summer Special Train: গরমের ছুটিতে দার্জিলিং-দীঘার টিকিট মিলবেই মিলবে! রইল ৯ জোড়া স্পেশাল ট্রেনের লিস্ট

দীঘায় উপচে পড়া পর্যটকের ভিড়কে একপ্রকার কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা। অপরাধমূলক কাজ করে পুলিশের হাত থেকে নিস্তার পেতে আত্মগোপনের ঠিকানা হিসেবে বেছে নিচ্ছে দিঘার হোটেল (Digha Hotel) গুলিকে। এরফলে দীঘার সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে বেশ সমস্যায় পড়েছে পুলিশ। দীঘা ও তার সংলগ্ন এলাকাতে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকাগুলিতে। তাই পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে পূর্ব মেদিনীপুর পুলিশ প্রশাসনের তরফ থেকে বিশেষ এক নির্দেশিকা জারি করা হয়েছে। মাইকিং করে দীঘা ও তার আশপাশের সমস্ত এলাকায় জানিয়ে দেওয়া হয়েছে নতুন নিয়মাবলী।

দীঘার স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী মহল, এমন কি আগত পর্যটকদেরও নতুন নির্দেশিকা অনুযায়ী চলার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। নতুন নির্দেশিকা অনুযায়ী, ব্যবসায়ীদেরকে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ব্যবসা পাঠ বন্ধ করে দেবার নির্দেশ দেওয়া রয়েছে। পর্যটকদের গভীর রাত অব্দি সমুদ্রের পাড়ে ঘোরাফেরা করতে নিষেধ করা হয়েছে। এছাড়াও হোটেল (Digha Hotel) মালিকদের বুকিং এর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।