Business from home: ১৫০ টাকা লাগিয়ে ৫ হাজার টাকা আয়! নিজের বাড়িতেই করা যায় এই ব্যবসা

Prosun Kanti Das

Published on:

Spend only 150 rupees at home to make profit in business: বর্তমান সময়ে চাকরির থেকে ব্যবসার দিকে মানুষ বেশি ঝুঁকছে। চাকরির পাশাপাশি অনেকেই নিজের বাড়িতে বসে ব্যবসা করছেন, এমনকি আয় করছেন হাজার হাজার টাকা। তবে কোন ব্যবসা করলে আপনি লাভবান হবেন সেগুলি আপনাকে বিস্তারিতভাবে জেনে নিতে হবে। আপনি যদি ভাবেন যে বড় ব্যবসা শুরু করবেন তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে অনেক টাকা। এইজন্য মানুষ বড় ব্যবসা করতে ভয় পায়। কম খরচে ঘরে বসে ব্যবসা (Business from home) করতে হলে মনোযোগ দিয়ে পড়তে হবে আজকের প্রতিবেদনটি।

কিন্তু বাড়িতে বসে স্বল্প খরচে কোন ব্যবসা শুরু করতে হলে সেই সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই দরকার। আজকের প্রতিবেদনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে যেটা নিয়ে আপনি সহজেই ঘরে বসে (Business from home) ব্যবসা শুরু করতে পারবেন। এই ধরনের ব্যবসা শুরু করতে আপনাকে বিনিয়োগ করতে হবে মাত্র ১৫০ টাকা ও মাসে প্রায় ৫ হাজার টাকা। মজার বিষয় হল, আপনি সহজেই ঘরে বসে এই ব্যবসাটি করতে পারেন।

সম্প্রতি বাজারে মাটির তৈরি চা, কফি বা লস্যির ভাড়ের চাহিদা প্রচুর তাই এই ব্যবসা আপনাকে লাভের মুখ দেখাতে পারে। ভারতীয় জনগণের কাছে ভাড়ে পরিবেশিত চায়ের মূল্যই আলাদা। ঐতিহ্যবাহী মাটির কাপগুলির চাহিদা করোনার পর থেকে অনেকটাই বেড়েছে। পাশাপাশি মাটির ভাড়গুলি প্লাস্টিকের কাপের একটি ভালো বিকল্প এবং পরিবেশের পক্ষেও উপকারী। ঘরে বসে এই ব্যবসা (Business from home) করলে আপনি অবশ্যই লাভের মুখ দেখবেন। চলুন জেনে নেওয়া যাক কী ভাবে আপনি এই পরিবেশ বান্ধব মাটির ভাড় তৈরির ব্যবসা শুরু করতে পারেন।

এই ধরনের ব্যবসা শুরু করতে গেলে আপনাকে ন্যূনতম ৫০০০ টাকার মূলধন বিনিয়োগ এবং একটি ছোট জায়গা দিয়ে শুরু করতে পারেন। এতে লাভও ভালো হয়। আপনাকে দিনে মাত্র ১৫০ টাকা খরচ করতে হবে কিন্তু ৫০০০ টাকা থেকে ৭০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো, কেন্দ্রীয় সরকার ২০০০ সালে ২৫,০০০টি বৈদ্যুতিক মৃৎপাত্রের চাকা বিতরণ করেছে। মৃৎশিল্পের ঐতিহ্যবাহী শিল্পকে পুনরায় নতুনরূপে ফিরিয়ে আনার সাথে সাথে প্রান্তিক কুমোর সম্প্রদায়কে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার কুমহার সাশক্তিকরণ যোজনা চালু করেছিল।

সরকারের পক্ষ থেকে সক্রিয়ভাবে এই ঐতিহ্যবাহী শিল্পকে নতুনভাবে উৎসাহিত করার পাশাপাশি এই ব্যবসার সঙ্গে জড়িতদের আয় বৃদ্ধি ঘটে এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্বকেও বাড়ায়। মাটির ভাড় চালু করলে প্লাস্টিক এবং কাগজের কাপের ব্যবহার বন্ধ করা অনেক সহজ হবে। কয়েক বছর আগে সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করিও এই প্রতিশ্রুতিকে সমর্থন করেছিলেন। তাই বাড়িতে বসে এই ব্যবসা (Business from home)করে লাভ করা যেতেই পারে।