প্রত্যেক পরিবারের সদস্যরা চায় যে, যে যার পরিবারের সুখ-শান্তি যেন বজায় থাকে। কিন্তু বাস্তবিদদের মতে, বাস্তুতে থাকা খারাপ জিনিস সেই বাস্তুর অর্থাৎ সেই পরিবারের সুখ-শান্তি নষ্ট করে। তাই আজকের এই প্রতিবেদনে বাস্তু বিশেষজ্ঞদের মতানুসারে এমন কিছু উপায় বাস্তু সম্পর্কে জানানো হবে, যা আপনার পরিবারের সম্পর্কের গভীরতা সহ সুখ-শান্তি বজায় রাখবে।
আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে এক নতুন বছর। এই নতুন বছর প্রত্যেকের জীবনে কিরকম যাবে সেই নিয়ে অনেকেরই অনেক কৌতূহল রয়েছে। তবে এই নতুন বছরে আপনি যদি বাস্তুর কিছু পরিবর্তন করেন তাহলে আপনার পরিবার সহ আপনার জীবন সুখ-শান্তিতে ভরে উঠবে।
কম-বেশি প্রত্যেক বাড়িতেই জানালায় পর্দা লাগানো থাকে। সেটা বেডরুম, দালান ঘর, ঠাকুর ঘর যেকোনো রুমেই থাকে। তবে এই পর্দার রং অনুসারে আপনার পরিবারে আসতে পারে সুখ-শান্তি। তাই চলুন জেনে নেওয়া যাক কোন রুমে কোন পর্দা লাগালে পরিবার সুখ-সমৃদ্ধি পূর্ণ হবে।
বাড়ির বেডরুমে যদি নীল পর্দা লাগান তাহলে সংসার ঝামেলা মুক্ত হবে। বিশেষ করে বেডরুমের উত্তর দিকে নীল পর্দা লাগালে ঝগড়া অশান্তি কমে যাবে। এছাড়া গোলাপী রঙের অর্থ হলো মিষ্টি। তাই গোলাপি রঙের পর্দা লাগালে সম্পর্কের মিষ্টতা বজায় থাকবে। তবে বেডরুমে কখনো লাল রঙের পর্দা বা কালো রঙের পর্দা লাগাবেন না। এর ফলে সম্পর্কে মনোমালিন্যের সৃষ্টি হবে, নেগেটিভ এনার্জি বাড়বে।
বাড়ির দক্ষিণ দিকে সব সময় লাল রঙের পর্দা লাগানো উচিত। এর ফলে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে একে অপরের প্রতি পারস্পরিক সম্প্রীতি গড়ে উঠবে। এছাড়া ঠাকুরঘরে জ্ঞান-ধৈর্যের প্রতীক হলুদ রঙের পর্দা লাগানো উচিত। এর পাশাপাশি যদি চাকরিতে সাফল্য না আসে তাহলে পশ্চিম দিকে সবুজ পর্দা এবং কেরিয়ারে যদি উন্নতি করতে চান তাহলে পশ্চিম দিকে সাদা রঙের পর্দা লাগাতে পারেন। বাস্তু বিশেষজ্ঞদের মতে এই উপায়গুলি যদি মেনে চলেন দেখবেন আপনার পরিবার সুখ-সমৃদ্ধি পূর্ণ হয়ে উঠেছে।