নিজস্ব প্রতিবেদন : শীত, গ্রীষ্ম, বর্ষা, বছরের সব সময়ই রাজ্যের যে সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় জমে থাকে তার মধ্যে অন্যতম হলো দীঘা (Digha)। রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে এই সমুদ্র সৈকতে পর্যটকরা ভিড় জমা। ঠিক একইভাবে মালদা, বীরভূম, পশ্চিম বর্ধমানের মত জেলা থেকেও প্রচুর পর্যটকরা দীঘায় যান।
এই সকল এলাকার পর্যটকরা দীঘা যাওয়ার ক্ষেত্রে ট্রেনের ওপর ভর করে গেলে মূলত হাওড়া হয়ে ঘুরেই তাদের যেতে দেখা যায়। হাওড়া হয়ে ঘুরে যাওয়ার ফলে অনেকটা সময় নষ্ট হয়। এছাড়াও হাওড়া হয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় ট্রেন লেট করলে সমস্যাও পড়তে হয়। তবে এবার এইসব অসুবিধার কথা মাথায় রেখে রেলের তরফ থেকে দীঘা যাওয়ার একটি স্পেশাল ট্রেনের (Digha Special Train) ঘোষণা করা হলো।
দীঘা যাওয়ার জন্য নতুন যে স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে সেই ট্রেনটি মালদা টাউন থেকে দিঘা এবং মালদা টাউন যাতায়াত করবে। এই ট্রেনটি যাত্রাপথে বীরভূম, পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জেলার বিভিন্ন স্টেশনে স্টপেজ দেবে। বীরভূমের রামপুরহাট, সাঁইথিয়া রেল স্টেশনে এই ট্রেনটি স্টপেজ দেবে বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়াও ট্রেনটি স্টপেজ দেবে অন্ডাল, আসানসোল, আদ্রা সহ বিভিন্ন স্টেশনে।
রেলের তরফ থেকে দীঘা যাওয়ার জন্য মালদা টাউন থেকে নতুন যে ট্রেনের ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণা অনুযায়ী ০৩৪৬৫ মালদা টাউন থেকে দীঘা ট্রেনটি ২০ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত প্রতি সপ্তাহের শনিবার দুপুর ০১:২৫ শে রওনা দেবে এবং দীঘা পৌঁছাবে রবিবার ভোর ৪ টের সময়। অন্যদিকে ০৩৪৬৬ দিঘা মালদা টাউন ট্রেনটি ২১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত প্রতি সপ্তাহের রবিবার সকাল ৮টার সময় দিঘা থেকে রওনা দেবে এবং মালদা টাউন এসে পৌঁছাবে রাত ১০:৩৫ মিনিটে।
মালদা টাউন-দীঘা-মালদা টাউন ট্রেনটি সব মিলিয়ে মোট ১১+১১ অর্থাৎ ২২ টি ট্রিপ দেবে। এই ট্রেনটি দীঘা যাওয়ার সময় রামপুরহাটে ২:৩৫ মিনিটে পৌঁছাবে এবং ২:৪০ মিনিটের রওনা দেবে। সাঁইথিয়া স্টেশনে পৌঁছাবে বিকেল ৪টে ৩ মিনিটে এবং পুনরায় রওনা দিবে বিকেল ৪টে ৫ মিনিটে। দীঘা থেকে ফেরার পথে সাঁইথিয়ার স্টেশনে স্টপেজ দেবে বিকাল ৬:২৮ মিনিট। অন্যদিকে রামপুরহাট পৌঁছাবে বিকেল ৬:৫৩ মিনিটে।