MLDT to SMVB Amrit Bharat Train Fare: চালু হচ্ছে মালদা থেকে বেঙ্গালুরু অমৃত ভারত ট্রেন, ভাড়া কত! সময় কত লাগবে

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ৩০ ডিসেম্বর অর্থাৎ শনিবার ভারতীয় রেল (Indian Railways) দুটি নতুন ট্রেন চালু করতে চলেছে। এই নতুন দুটি ট্রেন হল অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express)। ভারতে প্রথম এই দুটি ট্রেন পথচলা শুরু করবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই দুটি ট্রেনের মধ্যে আবার একটি ট্রেন পাচ্ছে বাংলা। যেটি মালদা টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত যাতায়াত করবে (MLDT to SMVB Amrit Bharat Train)।

মালদা টাউন থেকে নতুন ট্রেনটি যাতায়াত করবে এমন খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষদের মধ্যে ট্রেনের ভাড়া থেকে শুরু করে কত সময় লাগবে ইত্যাদি নিয়ে হাজার হাজার কৌতূহল দানা বাঁধছে। সেই সমস্ত উত্তর আজ আমরা এই প্রতিবেদনে দিতে চলেছি। তার আগে প্রথমেই জানিয়ে দেওয়া দরকার, নতুন এই ট্রেনটি প্রথমদিকে বন্দে সাধারণ এক্সপ্রেস ট্রেন নামে পরিচিতি লাভ করেছিল এবং পরে এর নাম হয় অমৃত ভারত এক্সপ্রেস।

নতুন এই ট্রেনটি পুশ-পুল পদ্ধতিতে চালাবে রেল। এই পদ্ধতিতে ট্রেনের সামনে এবং পিছনে দুটি ইঞ্জিন থাকে। যার ফলে ট্রেনটি অনেক বেশি গতি পায় এবং ট্রেনের কামরার ঝাঁকুনি অনেক কম হয়। এর ফলে যেমন কম সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে, ঠিক সেই রকমই আবার যাত্রীরা অনেক আরামে সফর করতে পারবেন। নতুন এই ট্রেনটি সপ্তাহে একদিন মালদা থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে এবং সপ্তাহে একদিন সেখান থেকে মালদায় ফিরে আসবে।

আরও পড়ুন 👉 Amrit Bharat Train: অন্য ট্রেনের থেকে আলাদা! অমৃত ভারতের ভিতরের ছবি দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন

১৩৪৩৪ ট্রেনটি মালদা থেকে রবিবার সকাল ৮:৫০ মিনিটে মালদা টাউন রেল স্টেশন থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে। এরপর মঙ্গলবার ভোর তিনটের সময় ট্রেনটি পৌঁছাবে বেঙ্গালুরুতে। অন্যদিকে ১৩৪৩৩ বেঙ্গালুরু থেকে মালদা টাউন এক্সপ্রেস মঙ্গলবার দুপুর ১:৫০ মিনিটে মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি মালদা টাউন এসে পৌঁছাবে বৃহস্পতিবার সকাল ১১ টার সময়।

মালদা টাউন থেকে এসএমভিটি বেঙ্গালুরুর দূরত্ব হলো ২২৪৭ কিলোমিটার। এই পথ পাড়ি দিতে ট্রেনটি সময় নেবে ৪২ ঘন্টা ১০ মিনিট। অন্যদিকে ফেরার পথে অর্থাৎ এসএমভিটি বেঙ্গালুরু থেকে মালদা টাউন সময় নেবে ৪৫ ঘন্টা ১০ মিনিট। অন্যদিকে এই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া নিয়ে যা জানা যাচ্ছে তাতে অনুমান করা হচ্ছে, সেকেন্ড ক্লাস টিকিটের ভাড়া হতে পারে ৫৩৭ টাকা বা তার কিছু কম বেশি। অন্যদিকে স্লিপার ক্লাসের ভাড়া হতে পারে ৮৭৪ টাকা বা তার কিছু কম বেশি। রেলের তরফ থেকে নিশ্চিতভাবে এখনো পর্যন্ত সময়সূচী অথবা ভাড়া নিয়ে কিছু জানানো না হলেও সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।