Amrit Bharat Express WB: দেশের প্রথম দুটি অমৃত ভারত এক্সপ্রেসের একটি পেল বাংলা, ছুটবে এই রুটে, দেখে নিন সময়সূচি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের জন্য এর থেকে বড় সুখবর আর কি হতে পারে! কেননা দেশে নতুন ট্রেনের উদ্বোধন হচ্ছে আর সেই নতুন ট্রেন প্রথম জুটছে বাংলার কপালে। আগামী শনিবার অর্থাৎ ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে উদ্বোধন করা হবে দেশের প্রথম অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের (Amrit Bharat Express)। শনিবার দুটি ট্রেনের উদ্বোধন হবে আর এই দুটি ট্রেনের মধ্যে একটি পাচ্ছে বাংলা।

Advertisements

আগামী কাল অর্থাৎ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে একাধিক প্রকল্পের পাশাপাশি দুটি অমৃত ভারত এক্সপ্রেস, ৬টি বন্দে ভারত এক্সপ্রেস এবং একটি বিমানবন্দরের সূচনা হবে। এছাড়াও রেল (Indian Railways) সূত্রে জানা যাচ্ছে, ঐদিন রেল স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শনিবার ঠিক সকাল ১১:১৫ মিনিটে অমৃত ভারত ট্রেন, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এবং অযোধ্যা রেলস্টেশনের উদ্বোধন হবে। এর এক ঘন্টা পর অযোধ্যায় তৈরি নতুন বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Advertisements

শনিবার নতুন যে দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হতে চলেছে সেই দুটি ট্রেনের মধ্যে একটি মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত যাতায়াত করবে বলে জানা যাচ্ছে (Malda Town to Bengaluru Amrit Bharat Express)। ইংরেজবাজার বিধানসভার বিধায়িকা শ্রীরুপা মিত্র চৌধুরী এই খবরটি নিশ্চিত করেছেন। স্বাভাবিকভাবেই নতুন ট্রেন পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই খুশিতে ডগমগ মালদার বাসিন্দারা। এর পাশাপাশি দেশে উদ্বোধন হওয়া প্রথম ট্রেন বাংলার বুকে চলার পরিপ্রেক্ষিতেও খুশি বাংলার মানুষ।

Advertisements

আরও পড়ুন ? Amrit Bharat Express Fare: মাত্র ৩৫ টাকায় টিকিট, দেখে নিন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম

মালদা টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত ১৩৪৩৪ অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটির সময়সূচী সম্পর্কে সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে এটি রবিবার সকাল ৮:৫০ মিনিটে মালদা টাউন রেল স্টেশন থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে। এরপর মঙ্গলবার ভোর তিনটের সময় ট্রেনটি পৌঁছাবে বেঙ্গালুরুতে। অন্যদিকে ১৩৪৩৩ বেঙ্গালুরু থেকে মালদা টাউন এক্সপ্রেস মঙ্গলবার দুপুর ১:৫০ মিনিটে মালদা টাউনের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি মালদা টাউন এসে পৌঁছাবে বৃহস্পতিবার সকাল ১১ টার সময়।

অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ন্যূনতম ভাড়া হল ৩৫ টাকা। সেকেন্ড ক্লাস সিটিংয়ের জন্য ১ থেকে ১৫ কিলোমিটারের জন্য এই টাকা দিতে হবে। এছাড়াও একই দূরত্বের স্লিপার ক্লাসের ভাড়া হলো ৪৬ টাকা। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে অন্যান্য ট্রেনের তুলনায় অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ভাড়া তুলনামূলক কম। এছাড়াও এই ট্রেনে অত্যাধুনিক সব ব্যবস্থা দেওয়া হয়েছে যা অন্যান্য ট্রেনে সেই ভাবে নেই বলেও দাবি করা হচ্ছে।

Advertisements