Amrit Bharat Express WB Stoppages: বাংলার কোন কোন স্টেশনে দাঁড়াবে মালদা বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, দেখে নিন তালিকা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শনিবার সূচনা হলো অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের (Amrit Bharat Express)। ইংরেজি নতুন বছরের সূচনার আগে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে দেশবাসীকে দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন উপহার দেওয়া হল। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাত দিয়ে শনিবার এই দুটি ট্রেনের সূচনা হয়।

শনিবার যে দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হয়েছে তার মধ্যে একটি দ্বারভাঙ্গা থেকে অযোধ্যা হয়ে আনন্দ বিহার টার্মিনাল পর্যন্ত যাতায়াত করবে এবং অন্য একটি মালদা টাউন থেকে এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত যাতায়াত করবে। মালদা টাউন থেকে এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত যে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি যাতায়াত করবে সেটি বাংলার প্রথম অমৃত ভারতের ট্রেন। সূচনাতেই বাংলার জন্য অমৃত ভারত ট্রেন চালু হওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে আলাদা প্রাপ্তি।

বাংলার অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি মালদা টাউন থেকে এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত যেতে সময় নেবে ৪২ ঘন্টা ১০ মিনিট। অন্যদিকে এসএমভিটি বেঙ্গালুরু থেকে মালদা টাউন আসার জন্য সময় নেবে ৪৫ ঘন্টা ১০ মিনিট। এই ট্রেনটির ফলে কেবলমাত্র মালদার বাসিন্দারা নন, পাশাপাশি রাজ্যের একাধিক জেলার বাসিন্দাদের বেঙ্গালুরু যাতায়াত অনেক সহজ হতে চলেছে। বাণিজ্যিকভাবে আগামী ৭ জানুয়ারি থেকে ট্রেনটি যাতায়াত শুরু করবে।

আরও পড়ুন 👉 Malda Amrit Bharat Train Fare: মালদা থেকে বেঙ্গালুরু অমৃত ভারত ট্রেনে কত পড়বে ভাড়া, জানিয়ে দিল রেল

মালদা টাউন থেকে বেঙ্গালুরু পর্যন্ত যাতায়াতের ক্ষেত্রে যে সূচি পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে, প্রতি সপ্তাহের রবিবার ট্রেনটি বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে এবং বেঙ্গালুরু থেকে প্রতি মঙ্গলবার মালদা টাউনের উদ্যেশ্যে রওনা দেবে। এই ট্রেনটি যাত্রা পথে যে সকল রেলস্টেশনের স্টপেজ দেবে তার মধ্যে পশ্চিমবঙ্গে ৯টি রেলস্টেশন রয়েছে। পশ্চিমবঙ্গের কোন কোন রেল স্টেশনের স্টপেজ দেবে চলুন দেখে নেওয়া যাক।

বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করার পর ট্রেনটি বাংলার যে ৯টি রেল স্টেশনে স্টপেজ দেবে সেগুলি হল মালদা টাউন ছাড়াও নিউ ফারাক্কা, রামপুরহাট, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান, ডানকুনি, আন্দুল, খড়্গপুর, বেলদা। এর ফলে এই সকল রেলস্টেশনের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও বেঙ্গালুরু যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সুবিধা পাবেন।