বোলপুরে এবার মমতার রোড শো, ২ লক্ষ লোক হবে দাবি অনুব্রতর

অমরনাথ দত্ত : গতকাল অর্থাৎ রবিবার বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত ‘শাহী’ রোড শো করে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবার ওই একই জায়গায়, একই রুটে রোড শো করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের পাল্টা হিসেবে মমতা ব্যানার্জির এই রোড শোতে দু’লক্ষ মানুষের সমাগম হবে বলে দাবি করলেন অনুব্রত। যদিও অনুব্রত মণ্ডল এই রোড শোকে পাল্টা বলতে চান না, বরং দলীয় কর্মসূচি বলে আখ্যা দিয়েছেন।

আগামী ২৮ শে ডিসেম্বর বীরভূম সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি প্রথমে বোলপুর গীতাঞ্জলি হলে একটি প্রশাসনিক বৈঠক করবেন। তার পরদিন অর্থাৎ ২৯ তারিখে বোলপুর ডাকবাংলা থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত হবে রোড শো। অনুব্রত মণ্ডল এই রোড শো প্রসঙ্গে বলেন, “২৯ তারিখ দুপুর একটার সময় শুরু হবে রোড শো।”

আর এই রোড শোতে দু’লক্ষ মানুষের জনসমাগম হবে বলে দাবি করেছেন অনুব্রত মণ্ডল। তিনি জানান, “আমি পুরুলিয়া থেকে লোক আনবো না। বাঁকুড়া থেকে লোক আনবো না। আসানসোল থেকে লোক আনবো না। মুর্শিদাবাদ থেকে লোক আনবো না। রাণীগঞ্জ থেকে লোক আনবো না। ঝাড়খন্ড থেকে লোক আনবো না। বোলপুর সাব ডিভিশন থেকে লোক আসবে আর জেলায় যে ব্লকগুলিতে আমার দায়িত্ব আছে সেই ব্লকগুলি থেকে একটি দুটি করে বাস আসবে। আমি দু’লক্ষ লোক করবো। এক লক্ষ লোক মাঠেই থেকে যাবে।”

প্রসঙ্গত, রবিবার অমিত শাহের রোড শোতে যে পরিমাণের মানুষের সমাগম হয়েছিল তাতে রীতিমত অনুব্রত গড়ে শাসক দল তৃণমূল চ্যালেঞ্জের মুখে পড়ে যায় বলে বিশেষজ্ঞ মহলের দাবি। আর তারপরেই অনুব্রত মণ্ডল তড়িঘড়ি জানিয়েছিলেন ২৭ শে ডিসেম্বর তিনি ওই একই জায়গায় রোড শো করতে চলেছেন। কিন্তু এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর ঠিক হওয়ায় ২৯ তারিখে স্বয়ং মুখ্যমন্ত্রীর রোড শো হবে বলে জানালেন অনুব্রত মণ্ডল।