জনপ্রিয়তার নিরিখে প্রধানমন্ত্রীর দৌঁড়ে কে এগিয়ে, প্রকাশ্যে সমীক্ষার ফলাফল

নিজস্ব প্রতিবেদন : একুশে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হলেও পাখির চোখ ছিল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে নিজেদের শাসন কায়েম করার জন্য বিজেপি উঠে পড়ে লেগেছিল। তবে সেই লক্ষ্যে সফল হয়নি তারা। লক্ষ্যে সফল না হলেও এক ধাক্কায় পশ্চিমবঙ্গে কয়েকগুণ বিধায়ক তারা নিজেদের ঝুলিতে তুলেছে। এমত অবস্থায় চব্বিশের লোকসভা নির্বাচনে কে হবেন প্রধানমন্ত্রী তা নিয়ে চলছে রাজনৈতিক শোরগোল।

পশ্চিমবঙ্গে বিজেপির অশ্বমেধের ঘোড়াকে আটকে দেওয়া তৃণমূল এখন থেকেই দিল্লিকে পাখির চোখ করে তুলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দিল্লি গিয়ে বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক নেতাদের সাথে সাক্ষাৎ এবং আলোচনা সেরে ফেলেছেন। আর এসবের মাঝেই প্রশ্ন উঠছে জনপ্রিয়তার নিরিখে প্রধানমন্ত্রীর দৌঁড়ে কে এগিয়ে? এ নিয়ে সম্প্রতি একটি সমীক্ষার ফলাফল সামনে এসেছে।

জনপ্রিয়তার নিরিখে প্রধানমন্ত্রীর দৌঁড়ে কে এগিয়ে রয়েছেন এই নিয়ে সর্ব ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে যে সমীক্ষা করেছে তার থেকে উঠে আসা ফলাফল অনুযায়ী জানা যাচ্ছে, আগস্ট মাসের সমীক্ষা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা রয়েছে ২৪ শতাংশ। যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা রয়েছে ১১ শতাংশ। রাহুল গান্ধীর জনপ্রিয়তা রয়েছে ১০ শতাংশ। অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা রয়েছে ৮ শতাংশ।

অরবিন্দ কেজরিওয়ালের সাথে সমান তালে জনপ্রিয়তা বজায় রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তারও জনপ্রিয়তা ৮ শতাংশ। এছাড়াও পঞ্চম স্থানে জনপ্রিয়তার নিরিখে রয়েছেন বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার জনপ্রিয়তা ৭ শতাংশ।

তবে এই প্রসঙ্গে উল্লেখ, গতবছর আগস্ট মাসের তুলনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা অনেকটাই কমেছে। ওই সময়ই নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ছিল ৬৬ শতাংশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা এক বছরে বেড়েছে ২ শতাংশ থেকে ৮ শতাংশ। বাকি অন্যান্যদেরও জনপ্রিয়তা গত বছরের তুলনায় বাড়তে লক্ষ্য করা যাচ্ছে।