Advertisements

১৬৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে নিজেদের জমি আঁকড়ে ধরে রাখতে শাসকদল তুরুপের তাস হিসেবে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে তা আগেই মনে করেছিলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর এবার সেই ঘোষণায় শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী দুই মাসের মধ্যে শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে।

Advertisements

Advertisements

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক চলাকালীন বলেন, “ইতিমধ্যেই ২০ হাজার যুবক যুবতী টেট পরীক্ষায় পাশ করেছেন। শূন্য পদ রয়েছে ১৬,৫০০। আর এই সকল পদে আগামী ডিসেম্বর জানুয়ারি মাসে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।” পাশাপাশি তিনি এটাও জানান যে নতুন করে টেট পরীক্ষাও নেওয়া হবে।

Advertisements

নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অর্থাৎ টেট পরীক্ষার বিষয়ে তিনি জানান, “বর্তমান অতিমারি পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। আড়াই লক্ষ আবেদন জমা পড়েছে তৃতীয় টেট পরীক্ষার জন্য। প্রাথমিক শিক্ষক পর্ষদ যত তাড়াতাড়ি সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা নেবে।”

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুখবর দিলেও রাজ্যের বিভিন্ন জায়গায় ২০১৫ সালের টেট উত্তীর্ণদের একাংশ বিক্ষোভ ও আন্দোলন জারি রয়েছে। তাদের অভিযোগ, একসময় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কথা দিয়েছিলেন যেসকল চাকরিপ্রার্থীরা ২০১৫ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অথচ তাদের সে সময় কোন রকম ট্রেনিং না থাকার কারণে চাকরিতে যোগ দিতে পারেননি, তাদের পরবর্তীকালে ট্রেনিং সম্পূর্ণ হলে নিয়োগ করা হবে। কিন্তু সেই নিয়োগ এখনো হয়নি।

Advertisements