Krishak Bandhu New Scheme: কেন্দ্রকে টেক্কা! ২৯০০ কোটি টাকা ছাড়ল রাজ্য, নতুন প্রকল্পে এই সকল উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে বরাবর বিভিন্ন সরকারি প্রকল্প (Government Scheme) নিয়ে দ্বন্দ্ব দেখা যায়। এমনকি এই দ্বন্দ্ব এমন পর্যায়ে যেতে দেখা যায় যে এক সরকার অন্য সরকারকে টেক্কা দেওয়ার জন্য একই ধরনের প্রকল্পে টাকার পরিমাণ বাড়িয়ে দেয়। ঠিক যেন সেই রকমই ঘটনা এবার দেখা গেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি প্রকল্পে।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে সকল জনকল্যাণমূলক সরকারি প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে একটি প্রকল্পের জন্য ২৯০০ কোটি টাকা বরাদ্দ করা হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এই বিপুল পরিমাণ টাকা ছাড়ার বিষয়টি নিজেই টুইট করে জানিয়েছেন এবং কারা কারা ওই টাকার ভাগ পাবেন তাও নির্দিষ্ট করে দিয়েছেন। যে প্রকল্পে টাকা বরাদ্দ করার ঘোষণা করা হয়েছে সেই প্রকল্পটি খুব পরিচিত প্রকল্প হলেও মুখ্যমন্ত্রী বারবার এই প্রকল্পের পাশে ‘নতুন’ শব্দটি ব্যবহার করেছেন।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করার বিষয়ে যে সুখবর দিয়েছেন তা মূলত রাজ্যের কৃষকদের জন্য। এদিন তিনি যা জানিয়েছেন তা থেকে জানা যাচ্ছে, রবি শস্য মরশুমে গত বছর বিপুল সংখ্যক চাষিরা তাদের চাষাবাদের ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছিলেন। যে কারণে এই সকল কৃষকদের আসন্ন রবি শস্য ফসলের জন্য এই বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে যাতে করে তারা আর্থিকভাবে সহযোগিতা পান এবং চাষাবাদের ক্ষেত্রে তাদের ব্যাপক সুবিধা হয়।

Advertisements

আরও পড়ুন ? Hilsa Farming in Pond: জলের দরে মিলবে ইলিশ, ধার ধারতে হবে না বাংলাদেশের! বড় বন্দোবস্ত রাজ্যে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পের (Krishak Bandhu New Scheme) সুবিধা পাবেন এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদার। ঘোষণা অনুযায়ী আজ থেকেই এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং খুব তাড়াতাড়ি এই বিপুলসংখ্যক কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যে এক একর জমির মালিকদের বছরে ১০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় এবং এক একরের কম জমির মালিকদের কমপক্ষে ৪ হাজার টাকা দেওয়া হয়, তাও নির্দিষ্ট সময়ে দেওয়া হবে। এর পাশাপাশি ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত কোন কৃষক মারা গেলে তার পরিবারের সদস্যদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় দু’লক্ষ টাকা প্রদানের ব্যবস্থা রয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য যে সকল প্রকল্প চালু করেছেন সেই সকল প্রকল্পের পেছনে এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সেই হিসেবও দিয়েছেন। হিসেব অনুযায়ী বছরে বছরে যে আর্থিক সাহায্য দেওয়া হয় সেই আর্থিক সাহায্যের পিছনে রাজ্য সরকার খরচ করেছে ১৮ হাজার ২৩৪ কোটি টাকা এবং কৃষকদের মৃত্যুর ঘটনায় যে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে তার পরিমাণ হলো ২২৪০ কোটি টাকা।

Advertisements