দিল্লী থেকে ফিরে NRC নিয়ে নবান্নে বিবৃতি মমতার

নিজস্ব প্রতিবেদন : দেড় বছরের বাঁধ ভেঙে অবশেষে গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর আগে আড়াই বছর পূর্বে একান্ত বৈঠক হয়েছিল দুই রাজনৈতিক ব্যক্তিত্বের। দুজনকে একসাথে শেষ দেখা গিয়েছিল শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একান্ত বৈঠক নয়, বৃহস্পতিবার তিনি একান্ত বৈঠক করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথেও। তারপরই আজ নবান্নে মুখ্যমন্ত্রীর বিবৃতিতে উঠে আসে এনআরসি প্রসঙ্গ।

এনআরসি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এনআরসি নিয়ে রাজ্যে অহেতুক গুজব ছড়ানো হচ্ছে। তিনি আশ্বস্ত করেন, বাংলায় এনআরসি হবে না।

তিনি এও বলেন, “এনআরসি নিয়ে বিজেপি রাজ্যে অপপ্রচার করছে। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এনআরসি নিয়ে কোনো কথা হয়নি। বাংলায় এনআরসি হবে না, আমরা করতে দিব না। সকলকে বলবো প্ররোচনায় কান দেবেন না।”

অন্যদিকে মমতা ব্যানার্জির বক্তব্য আজ পরোক্ষভাবে উঠে আসে ভোটার ভেরিফিকেশন প্রসঙ্গও। সেই প্রসঙ্গে তিনি জানান, “সবাই দেখে নেবেন ভোটার লিস্টে নাম আছে কিনা।”

এছাড়াও তিনি আজ নবান্ন থেকে বলেন, ময়নাগুড়িতে এনআরসি প্রসঙ্গে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলায় এনআরসি হবে না, আমরা করতে দিবো না। আপনাদের গায়ে হাতে দিতে গেলে মমতার গায়ে আগে হাত দিতে হবে।”