নিজস্ব প্রতিবেদন : করোনার কোপ এবার মুখ্যমন্ত্রীর বাড়িতে। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মুখ্যমন্ত্রীর মেজো ভাই। ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারে।
জানা গিয়েছে, দীর্ঘ এক মাস ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আর এই দীর্ঘ সময়ে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও অবশেষে শনিবার তাকে জীবনযুদ্ধে হার মানতে হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে কালী বন্দ্যোপাধ্যায় নামে সুপরিচিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। ঘটনার পর থেকেই শোকস্তব্ধ ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়ি।
[aaroporuntag]
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেজ ভাইয়ের অসীম বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সাথে একই বাড়িতেই থাকতেন বলে জানা গিয়েছে। তবে তাকে কখনো রাজনীতির আঙিনায় দেখা যায়নি। এক মাস আগে তার শরীরের করোনার উপস্থিতি জানান দেওয়ার পর তাকে ভর্তি করা হয় বাইপাসের ধারে মেডিকা হাসপাতালে। কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসা চালানোর পরও তাকে রক্ষা করা গেল না। শনিবার সকাল ৯টা ২০ নাগাদ তিনি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করলেন। করোনা বিধি মেনে যথাযথভাবে নিমতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে।