Mamata on Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেস নয়, সবচেয়ে দ্রুতগতির ট্রেন অন্য! রেলের বড় তথ্য সামনে আনলেন মমতা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) কেবলমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন। এর পাশাপাশি তিনি একাধিকবার রেল মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন। পূর্ণ মন্ত্রী হিসাবে বছরের পর বছর ধরে তার রেলের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে। এমন একজন নেত্রীই এবার বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে চাঁছাছোলা মন্তব্য (Mamata on Vande Bharat Express) করলেন। শুধু বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express) নিয়ে মন্তব্য করা নয়, এর পাশাপাশি তিনি রেলের একটি গুরুত্বপূর্ণ তথ্যও সামনে এনেছেন।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার এমন মন্তব্য করেন মূলত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনার পর। তিনি দুর্ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গ ছুটে যান এবং সেখানে হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর হাসপাতাল থেকে বেরিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে নানান মন্তব্য করেন। তার মন্তব্য মূলত রেল ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন সম্পর্কে বলতে গিয়ে স্পষ্ট ভাবেই জানান, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের নামে শুধু প্রচার হচ্ছে আর কিছু হচ্ছে না। আর এদিকে চূড়ান্ত অবহেলায় ভারতীয় রেল (Indian Railways)। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন কেবলমাত্র পাবলিসিটির জন্য ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, দেশের সবচেয়ে দ্রুতগতির ট্রেন কোনটি ছিল।

আরও পড়ুন 👉 Crowd in Vande Bharat: হার মানবে বনগাঁ লোকাল, বন্দে ভারতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন যাত্রীরা, ভিড় দেখে নেটিজেনরা!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সন্ধ্যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে দাবি করেন, “দুরন্ত এক্সপ্রেস (Duronto Express) ছিল সবচেয়ে দ্রুতগতি ট্রেন। ওটা আমি করেছিলাম। কিন্তু এখন ওই ট্রেনকে শুধুই অবহেলার মুখোমুখি হতে হচ্ছে।” পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তথ্য সামনে এনেছেন তা কিন্তু একেবারেই ভুল নয়। কেননা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতোই দেশের অন্যতম দ্রুতগতির ট্রেন হল দুরন্ত এক্সপ্রেস।

রেলের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়ে থাকে সেই তথ্য থেকে জানা যায়, দেশের বিভিন্ন প্রান্তে যে সকল দুরন্ত এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে সেগুলির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটার। অন্যদিকে যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন এখন দেশের বিভিন্ন রূপে যাতায়াত করছে সেগুলিরও সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১৩০ কিলোমিটার। যদিও এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ আগামী দিনে ঘন্টায় ১৬০ কিলোমিটার হওয়ার দাবি করছে রেল। তবে দুরন্ত এক্সপ্রেস ট্রেনের তুলনায় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সুযোগ-সুবিধা অনেকটাই বেশি।