রাজ্যের অন্তর্বর্তী বাজেটে রেশন নিয়ে চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের অসুস্থতার কারণে মুখ্যমন্ত্রী নিজেই এদিন রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করেন। আর এই বাজেট পেশ করতে গিয়ে রেশন নিয়ে চমক দিলেন তিনি। পাশাপাশি রান্না করা খাবার পরিবেশনের ক্ষেত্রেও নতুন প্রকল্পের ঘোষণা করেন।

Advertisements

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে লকডাউন চলাকালীন ঘোষণা করেছিলেন ২০২১ সালের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান করা হবে। আর এদিন অন্তর্বর্তী বাজেটে তিনি ঘোষণা করেন, “২০২১ সালের জুন মাসের পরেও বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ করার প্রক্রিয়া জারি থাকবে।” অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের বাসিন্দা ২০২১ সালের জুন মাসের পরেও বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন।

Advertisements

বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান ছাড়াও তিনি রান্না করা খাবার পরিবেশনের ক্ষেত্রে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেন। আর এই নতুন প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি। যদিও এই প্রকল্প কিভাবে শুরু করা হবে এবং কারা এই প্রকল্পের সুবিধা পাবেন তার সম্পর্কে খুঁটিনাটি কিছু জানানো হয়নি এদিন অন্তর্বর্তী বাজেট অধিবেশনে।

তবে এই বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে বিরোধীরা দাবি করেছেন, “কেবলমাত্র বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা চালু রাখতে চাইছে রাজ্য সরকার।” বিরোধীদের আরও অভিযোগ, “রাজ্য সরকারের তরফ থেকে রেশনে যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হয় তা অত্যন্ত নিম্নমানের। যা দিয়ে দুঃস্থ দরিদ্র মানুষদের পক্ষে পেট চালানোর দুষ্কর।” যদিও বিরোধীদের এই সমস্ত অভিযোগ নিয়ে এখনও শাসক দলের কাউকে মুখ খুলতে দেখা যায়নি।

Advertisements