নাম না করেই শুভেন্দুকে কড়া বার্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিবেদন : তৃণমূলের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে দিনদিন জলঘোলা হচ্ছে রাজ্য রাজনীতিতে। আর এমত অবস্থাতেই সোমবার মেদিনীপুরের জনসভা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই জনসভা থেকেই নাম না করে শুভেন্দু অধিকারীকে কড়া বার্তা দিতে দেখা গেল।

জনসভায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেখা গেল, ভোটের আগে দরকষাকষি, ব্ল্যাক-মেল করে কোন লাভ হবে না। দলনেত্রীর এই বার্তায় কারোর নাম উল্লেখ না থাকলেও রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন শুভেন্দু অধিকারীকে উপলক্ষ করেই দলনেত্রীর এই কড়া বার্তা। রাজনৈতিক মহলের এমন মনে করার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এর পরেই তাৎপর্যপূর্ণভাবে বলেন, ‘অধিকারী ও চ্যাটার্জী সকলকে নিয়েই সংসার।’

এদিনের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার অধিকারী শব্দটি ব্যবহার করতে দেখা যায়। প্রথমবার তিনি ব্যবহার করেন ‘অধিকারী ও চ্যাটার্জী’ প্রসঙ্গে এবং দ্বিতীয়বার ব্যবহার করেন বিজেপির বিভাজন রাজনীতি করার অভিযোগ আনার সময়। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য মেদিনীপুরের এদিনের সভায় অধিকারী পরিবারের কাউকে লক্ষ্য করা যায়নি।

শুভেন্দু অধিকারীকে নিয়ে বর্তমান রাজ্য রাজনীতি সরগরম হওয়ার পাশাপাশি ইতিমধ্যেই তৃণমূলের আর এক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বেশ কিছু বিধায়কের বেসুরো মনোভাব ইতিমধ্যেই বেশ অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে বলে মনে করছেন। আর এই জায়গায় এবার স্বয়ং দলনেত্রী কড়া মনোভাব দেখিয়ে ড্যামেজ কন্ট্রোল শুরু করেছেন এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। তবে আগামী দিনে দেখার বিষয় এটাই যে নির্বাচনের আগে তৃণমূল এই অস্বস্তিকর পরিস্থিতি কতটা সামাল দেয়।