খুলছে রেস্তোরাঁ-শপিংমল, নিয়মাবলী ও সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নামতেই আনলকের পথে হাঁটতে শুরু করলো সরকার। ইতিমধ্যেই জুন মাসের ১ তারিখ থেকে খুচরো বিক্রেতাদের নির্দিষ্ট সময়ে দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। আর এর পর এবার শপিংমল-রেস্তোরাঁ খোলার অনুমতি দেওয়া হল।

Advertisements

Advertisements

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বণিকসভার বৈঠকে আলোচনার পরিপ্রেক্ষিতে শপিংমল রেস্তোরাঁ খোলার অনুমোদন দেন। তবে শপিংমল-রেস্তোরাঁ খোলার অনুমোদন দেওয়া হলেও বেশ কিছু শর্ত রাখা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই বৈঠকের পর জানিয়েছেন, ১৬ জুন থেকে রাজ্যে খোলা যাবে হোটেল, শপিংমল, রেস্তোরাঁ। শপিংমল খোলার ক্ষেত্রে ২৫% কর্মী নিয়ে কাজ চালাতে হবে। তবে শপিংমল খোলা নির্দিষ্ট সময় এখনো জানা যায়নি।

অন্যদিকে হোটেল-রেস্তোরাঁ খোলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিকাল ৫টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত ৩ ঘন্টার জন্য হোটেল রেস্তোরাঁ খোলার অনুমতি দেওয়া হচ্ছে। তবে হোটেল রেস্তোরাঁ খোলার অনুমতি দেওয়া হলেও কঠোরভাবে দূরত্ববিধি, যথাযথভাবে স্যানিটাইজার, মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি কর্মীদের টিকা নিতে হবে তবেই কাজে যোগ দেওয়া যাবে বলেও জানানো হয়েছে।

এর পাশাপাশি খুচরো বিক্রেতাদের দোকান খোলার জন্য যে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল তাও বাড়ানো হয়েছে। এই সকল দোকান খোলার সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন থেকে খুচরো বিক্রেতারা দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে রাখতে পারবেন।

Advertisements